স্পোর্টস ডেস্ক : উড়ন্ত সূচনার পর মুজিব উর রহমানের স্পিনে বিভ্রান্ত নাইম শেখ। দশম ওভারের শেষ বলটি দেখে শুনেই ছেড়ে দিয়েছিলেন নাইম। কিন্তু অফ স্টাম্পের বাইরে দিয়ে চলে যাওয়া বলটি শেষ পর্যন্ত নাইমের স্ট্যাম্পে গিয়ে আঘাত হানে। ৯.৬ ওভারে দলীয় ৬০ রানে ফেরেন নাইম শেখ। সাজঘরে ফেরার আগে ৩২ বলে ৫টি বাউন্ডারির সাহায্যে ২৮ রান করেন নাইম শেখ।
এশিয়া কাপের চলমান ১৬তম আসরে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলংকার বিপক্ষে হেরে গ্রুপ পর্ব থেকেই ছিটকে পড়ার শঙ্কায় রয়েছে বাংলাদেশ দল।
সুপার ফোরের লড়াইয়ে টিকে থাকতে হলে আজ আফগানিস্তানের বিপক্ষে জয় ছাড়া কোনো বিকল্প নেই টাইগারদের সামনে।
বাঁচা-মরার লড়াইয়ের ম্যাচে একাদশে তিনটি পরিবর্তন এনেছেন বাংলাদেশ দলের প্রধান কোচ চন্ডিকা হাতুরুসিংহে।
পাকিস্তানের লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে। আগের ম্যাচের মতো আজও টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান।
প্রথমে ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা করেছেন দুই ওপেনার নাইম শেখ ও মেহেদি হাসান মিরাজ। মিরাজ ওয়ানডে ক্যারিয়ারে এর আগে ২০১৮ সালের এশিয়া কাপে ইনিংস ওপেন করেছেন।
কিউএনবি/অনিমা/০৩ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৪:৪৩