স্পোর্টস ডেস্ক : শনিবার (২ সেপ্টেম্বর) পঞ্চগড়ে বাংলাদেশ চা বোর্ড এবং স্মল টি গার্ডেন ওনার্স অ্যান্ড টি ট্রেডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আয়োজিত পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে বাংলাদেশের তৃতীয় চা নিলাম কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী।
নিলাম কেন্দ্রের পাশাপাশি যারা মাথার ঘাম পায়ে ফেলে নিদারুণ কষ্ট করে চা উৎপাদন করছেন, তাদের স্বার্থ সংরক্ষণ করতে হবে জানিয়ে টিপু মুনশি বলেন, ‘এটা করা না গেলে নিলাম কেন্দ্র মূল্যহীন হবে। তাই কৃষক ও চা শ্রমিকরা যেন ন্যায্যমূল্য পায়, তা নিশ্চিত করতে হবে।’চা উৎপাদনকারীরা কেন তাদের ন্যায্যমূল্য পাচ্ছে না–এমন প্রশ্ন রেখে বাণিজ্যমন্ত্রী বলেন,
কৃষক-শ্রমিকরা সঠিক মূল্য না পেলে উত্তরবঙ্গসহ দেশের অন্যান্য চা বাগানগুলো বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এ সময় কৃষকের জন্য চায়ের ন্যায্যমূল্য নির্ধারণ এবং তার বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার জন্য মন্ত্রণালয়, বাংলাদেশ চা বোর্ড এবং জেলা প্রশাসনকে নির্দেশ দেন টিপু মুনশি। তিনি বলেন, ‘কৃষক-শ্রমিকরা তাদের অধিকার থেকে বঞ্চিত হোক; এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। মন্ত্রী বলেন, ‘দেশের ৬৫ শতাংশ চা উৎপাদন হয় সিলেট অঞ্চলে। সেখানে চা নিলাম কেন্দ্র হতে ১০০ বছরের বেশি সময় লেগেছে। কিন্তু এখানে মাত্র ২০ বছরের মধ্যে নিলাম কেন্দ্র করা সম্ভব হলো। এটা সত্যিই গৌরব ও সৌভাগ্যের।’
ঠাকুরগাঁওয়ে এয়ারপোর্ট চালু করা গেলে বায়াররা সকালে এসে নিলামে অংশ নিয়ে বিকেলে চলে যেতে পারবেন বলে জানান বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, ‘এয়ারপোর্ট চালু করার বিষয়ে সর্বোচ্চ মহলে আলোচনা করা হবে।’
কিউএনবি/আয়শা/০২ সেপ্টেম্বর ২০২৩,/সন্ধ্যা ৬:৩৪