খোরশেদ আলম বাবুল,শরীয়তপুর প্রতিনিধি : কেক কেটে বর্নিল আয়োজনের মধ্য দিয়ে শরীয়তপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে আজ শুক্রবার বেলা ১১টায় শরীয়তপুর জেলা বিএনপির উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এর আগে সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত ৬ উপজেলা বিএনপির হাজার হাজার নেতাকর্মীরা ধানের শীষ ও জাতীয় পতাকা হাতে এবং রং-বেরংয়ের গেঞ্জি-টুপি পরিহিত বর্নাঢ্য মিছিল নিয়ে জনসভাস্থলে পৌছেন।
শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান কিরনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র সাধারন সম্পাদক ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সরদার একেএম নাসির উদ্দীন কালু, সহ-সভাপতি শাহ মো. আব্দুস সালাম, শরীয়তপুর সদর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ¦ সিরাজুল হক মোল্যা, সাধারণ সম্পাদক মাহবুব মোরশেদ টিপু মাদবর, জেলা কৃষক দলের সভাপতি বিএম হারুন অর রশিজেলা বিএনপির সহ প্রচার সম্পাদক এ্যাড. মৃধা নজরুল কবির, প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক ভিপি নাজমুল হক বাদল,
শরীয়তপুর পৌরসভা বিএনপির সভাপতি এ্যাড. লুৎফর রহমান ঢালী, সাধারণ সম্পাদক সামসুল হক ঢালী, জেলা যুবদলের সভাপতি আরিফুজ্জামান মোল্যা, সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটন মুন্সী, যুবদল নেতা সেলিম বেপারী, মোফাজ্জেল হোসেন মোল্যা, খোকন মোল্লা, সুমন খান, জেলা স্বেচ্ছসেবকদল নেতা মঞ্জর হাসান, জেলা ছাত্রদল নেতা পান্থ তালুকদার, পারভেজ খান, ইমাম মোল্যা প্রমূখ।
কিউএনবি /অনিমা/০১.০৮.২০২৩/রাত ৮.১২