স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপে বাংলাদেশের শুরুটা হলো ব্যটিং ব্যর্থতার মধ্য দিয়ে। শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে টস জিতে আগে ব্যাটিং বেছে নিয়েছিল বাংলাদেশ। কিন্তু ৪২.৪ ওভারে মাত্র ১৬৪ রানে গুটিয়ে গেছে সাকিব আল হাসানের দল।
পাল্লেকেলেতে বৃহস্পতিবার সতীর্থদের ব্যর্থতার মাঝে কেবল নাজমুল হোসেন শান্তই লড়াই করেছেন। তিন নম্বরে নেমে এই বাঁহাতি ১২২ বলে ৭ চারে খেলেছেন ৮৯ রানের ইনিংস।
চতুর্থ উইকেটে শান্তকে সঙ্গ দিয়ে ৪১ বলে ২০ রান করেন তাওহিদ হৃদয়। চতুর্থ উইকেটে এই দুজনের ৮০ বলে ৫৯ রানের জুটিই বাংলাদেশের ইনিংসটা দেড়শ ছাড়াতে সহায়তা করে।
শান্ত ও হৃদয় বাদে দুই অঙ্ক ছুতে পেরেছেন আর মাত্র দুজন। ওপেনার মোহাম্মদ নাঈম ২৩ বলে ১৬ ও মুশফিকুর রহিম ২২ বলে ১৩ রান করেন।
তামিম ইকবালের অনুপস্থিতিতে স্কোয়াডে সুযোগ পাওয়া তানজিদ হাসান তামিমের এ ম্যাচে অভিষেকও হয়ে যায়। কিন্তু ইনিংসের দ্বিতীয় ওভারে মুখোমুখি দ্বিতীয় বলেই শূন্য রানে আউট হন এই বাঁহাতি।
তানজিদের আন্তর্জাতিক ক্যারিয়ারের মতো বাংলাদেশের ইনিংসেরও নড়বড়ে শুরু তাতে। দলীয় ৩৬ রানের মধ্যে নাঈম ও সাকিবও বিদায় নেন। এরপর হৃদয় ও শান্তর জুটি কিছুটা ভরসা দিলেও বড় কিছু হয়নি।
লঙ্কানদের পক্ষে মাথিশা পাথিরানা সবচেয়ে সফল। ৭.৪ ওভারে ৩২ রান খরচায় নিয়েছেন ৪ উইকেট। ২ উইকেট নিয়েছেন মাহিশ থিকশানা।
কিউএনবি/আয়শা/৩১ অগাস্ট ২০২৩,/রাত ১০:০০