স্পোর্টস ডেস্ক : বুন্দেসলিগার ক্লাব ইউনিয়ন বার্লিনে যোগ দিচ্ছেন ইতালিয়ান সেন্টারব্যাক লিওর্নাদো বনুচ্চি। এক বছরের চুক্তিতে সাড়া জাগানো দলটিতে যোগ দিচ্ছেন তিনি। এমনটাই জানিয়েছেন ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো।
চুক্তি অনুযায়ী ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত বার্লিনের ক্লাবটিতে থাকবেন বনুচ্চি। তবে চাইলে আলোচনার ভিত্তিতে এই চুক্তি বাড়ানোর সুযোগ থাকছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী চললে বৃহস্পতিবারই বার্লিনের ক্লাবটির সঙ্গে চুক্তি সম্পন্ন করবেন এই ইতালিয়ান।
ইতালির ৩৬ বছর বয়সী এই সেন্টারব্যাক চ্যাম্পিয়ন্স লিগে খেলতেই বার্লিনের ক্লাবটিতে যোগ দিয়েছেন। চলতি মৌসুমে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নিয়েছে ইউনিয়ন বার্লিন।
কিউএনবি/আয়শা/৩১ অগাস্ট ২০২৩,/রাত ৯:০০