বিনোদন ডেস্ক : আর মাত্র সাতদিন পরেই মুক্তি পাচ্ছে বহুল প্রতীক্ষিত সিনেমা ‘জাওয়ান’। সিনেমার টিজার, গান প্রকাশ্যে এসেছে। আর তাতেই উত্তেজনা তুঙ্গে দর্শকদের। মুখিয়ে আছে শাহরুখ খানকে দেখার জন্য। এরমধ্যেই বৃহস্পতিবার দুপুরে উন্মুক্ত হয় সিনেমাটির ট্রেলার। তিন মিনিটের ট্রেলারে দেখা গেছে রোমান্স, রহস্য, টানটান থ্রিলার আর ধুন্ধুমার অ্যাকশন। শাহরুখের এমন উপস্থিতি বলিউড আগে দেখেনি, এমনকি দর্শকও! একাধিক রূপে দেখা গেছে তাকে। এছাড়াও বিজয় সেথুপতির উপস্থিতি যেন আরও প্রাণবন্ত করে তুলেছে।
তবে ট্রেলারের শাহরুখের এক সংলাপ নিয়ে চলছে তুমুল আলোচনা। শেষাংশের দিকে বলিউড বাদশাহর মুখে শোনা যায়, ‘ছেলের গায়ে হাত তোলার আগে, বাপের সাথে কথা বল’। এমন সংলাপ শোনার পর নেটিজেনদের ধারণা, শাহরুখপুত্র আরিয়ান খান কাণ্ডের ইঙ্গিত দিয়েছেন বাদশা! কেউ কেউ লিখছেন, ‘জাওয়ান’-এর এই ডায়লগটি আরিয়ান কান্ডে জড়িত থাকা মানুষগুলোর উদ্দেশ্যে বলেছেন’। আবার কেউ বলছেন, আরিয়ান খান কাণ্ডের ইঙ্গিত দিয়েছেন শাহরুখ! তাহলে সিনেমায় কি এমন কিছু থাকছে?
৭ সেপ্টেম্বর বিশ্বব্যাপি মুক্তি পাচ্ছে ‘জাওয়ান’। রেড চিলিজ এন্টারটেইনমেন্ট প্রযোজিত এ সিনেমাটি পরিচালনা করেছেন অ্যাটলি কুমার। ছবিতে শাহরুখের বিপরীতে অভিনয় করেছেন দক্ষিণী লেডি সুপারস্টার নয়নতারা। আরও রয়েছেন বিজয় সেথুপতি, প্রিয়মণি, সানিয়া মালহোত্রা, ঋদ্ধি ডোগরা, সঞ্জীতা, যোগী বাবু, সুনীল গ্রোভার। বিশেষ চরিত্রে দেখা দেবেন দীপিকা পাডুকোন ও থালাপাতি বিজয়।
কিউএনবি/আয়শা/৩১ অগাস্ট ২০২৩,/রাত ৮:১৮