আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমারে শহীদ জননী জাহানারা ইমাম পুত্র শহীদ রুমি স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।তিনবাংলা আয়োজিত বুধবার (৩০আগস্ট) বিকালে ডোমার সাহাপাড়া মাশরাফী ভবনে বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা’র সভাপতিত্বে অনুষ্ঠানে শুভ উদ্বোধন ঘোষনা করেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার।
তিন বাংলার গ্লোবাল সভাপতি কবি ও সাহিত্যিক সালের সুলেরী’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডোমার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বেগম রৌশন কানিজ। বিশেষ অতিথি হিসাবে বীর মুক্তিযোদ্ধা ডাঃ মখদুম আজম মাশরাফী তুতুল, কন্ঠশিল্পী সহিদুল সরকার, বীর মুক্তিযোদ্ধা লুৎফল হক ফাউন্ডেশনের সভাপতি আনজারুল হক, ভাষা সৈনিক পুত্র গোলাম ফারুক প্রমূখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে মাদ্রাসা ও এতিমখানার শিশুসহ মসজিদের ইমামগণ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে দেশ ও জাতীর মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়।
কিউএনবি/অনিমা/৩১ অগাস্ট ২০২৩,/দুপুর ১২:১৫