খোরশেদ আলম বাবুল শরীয়তপুর প্রতিনিধি : গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস উপলক্ষে মুখে কালো কাপড় বেঁধে মৌন মিছিল করেছে শরীয়তপুর জেলা বিএনপি। ৩০ আগস্ট বুধবার সকাল ১০টায় শরীয়তপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সরদার একেএম নাসির উদ্দীন কালুর নেতৃত্বে জেলা শহরের ধানুকা এলাকা থেকে মিছিল বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
মিছিলে অংশ গ্রহণ করেন, শরীয়তপুর জেলা বিএনপির সহ-সভাপতি বিএম হারুন অর রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ টিপু, শরীয়তপুর পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক সামসুল হক ঢালী, জেলা জাসাস নেতা খোকন মোল্লা, সুমন খান, মনজুর হাসান, ছাত্রদল নেতা পান্থ তালুকদার, পারভেজ খানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
কিউএনবি/আয়শা/৩০ অগাস্ট ২০২৩,/সন্ধ্যা ৬:২১