এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় গলায় রশি দিয়ে সমশের আলী সর্দার (১০৯) নামে এক বৃদ্ধ আত্মহত্যা করেছেন। বুধবার (৩০ আগস্ট) সকালে উপজেলার ধুলিয়ানী ইউনিয়নের মুকন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে। বৃদ্ধ সমশের আলীর ছোট ছেলে বজলুর রহমান বলেন, আমার পিতার বয়স প্রায় (১০৯) বছর। তিনি দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত কারণে বিভিন্ন রোগ আক্রান্ত ছিলেন।
বিশেষ করে এজমা ও হাঁফানি রোগ ছিলো। ঘটনার দিন রাতে তার প্রচন্ড হাঁফানি বাড়ে। সারারাত আমরা তার জন্য ছুটাছুটি করে ডাক্তার নিয়ে আসি। ভোরের দিকে কিছুটা কম হলে আমরা সবাই ঘুমাতে যায়। এ সময় তিনি নিজে রান্না ঘরের আড়ার সাথে গলায় রশি দেন। পরে সকালে উঠে তাকে ঝুলে থাকতে দেখে আমরা ডাকচিৎকার দিলে স্থানীয় লোকজন এসে আব্বার মৃত দেহ উদ্ধার করেন।
স্থানীয় ইউপি সদস্য সুমন মিয়া বলেন, খবর পেয়ে আমি তাদের বাড়ীতে যায়। পরে থানা পুলিশের খবর দিলে পুলিশ এসেছিল। মৃত সমশের যেহেতু অনেক বয়স্ক মানুষ এবং তার শরীরে বিভিন্ন রোগ ছিলো। স্থনীয়দের মুখে শুনে ও পরিবারের দাবীর মুখে মরাদেহের দাফনের অনুমতি দেন। বিকেলে তার জানাযা শেষে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়। বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন চৌগাছা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী।
কিউএনবি/আয়শা/৩০ অগাস্ট ২০২৩,/সন্ধ্যা ৬:০৮