আন্তর্জাতিক ডেস্ক : সম্প্রতি কাবুলের বাজারে মার্কিন ডলারের বিপরীতে আফগান মুদ্রার মূল্য বেড়েছে। রাজধানীর সবচেয়ে বড় মুদ্রাবাজার সরাই শাহজাদার কিছু মানি এক্সচেঞ্জার বলছেন, রপ্তানি বৃদ্ধির কারণেই আফগান মুদ্রার মূল্য বাড়ছে।
ফোর্বস জানিয়েছে, আজ বুধবার (৩০ আগস্ট) এক ডলার বিক্রি হচ্ছে ৮৩ আফগানিতে। যদিও গত রবিবার সরাই শাহজাদায় এক ডলার বিক্রি হয়েছে ৮১ আফগানিতে।
মানি এক্সচেঞ্জার ফয়সাল রহমান নাসেরি বলেছেন, বর্তমানে কেন্দ্রীয় ব্যাংক সপ্তাহে দুই বার বাজারে ডলার নিলাম করে। এছাড়া বেসরকারি ব্যাংকগুলোও ডলার বিক্রি করছে।
তবে কাবুলের কয়েকজন বাসিন্দা টোলো নিউজকে জানিয়েছে, আফগানিস্তানে ডলারের দাম কমলেও দেশে আমদানি করা কিছু পণ্যের দামে কোনও পরিবর্তন হয়নি।
গাজী গুল নামের এক ব্যক্তি বলেছেন, ডলারের দাম কমলেও দোকানিরা খাদ্যদ্রব্যের দাম কমায়নি। যখন ডলারের দাম কমে যায়, তখন পণ্যের দাম কমাতে হয়।
হাবিব রহমান নামে অপর এক বাসিন্দা বলেন, যখন ডলারের দাম কমে যায় এবং পণ্য বেশি দামে কিনতে হয়, তখন এটি অন্যায্য।
সংশ্লিষ্টরা বলছেন, ডলারের বিপরীতে আফগানির মূল্য স্থিতিশীল রাখতে টেকসই উপায়ে দেশের বাজারে ডলার নিলাম করা এবং দেশের বাইরে ডলার চোরাচালান রোধ করা প্রয়োজন।
কিউএনবি/অনিমা/৩০ অগাস্ট ২০২৩,/বিকাল ৪:১০