আন্তর্জাতিক ডেস্ক : সম্প্রতি প্রকাশিত মানচিত্রে ভারতের বিস্তীর্ণ এলাকাকে নিজেদের অংশ বলে দাবি করেছে চীন। শুধু তা-ই নয়, তাইওয়ান ও দক্ষিণ চীন সাগরের বিতর্কিত অংশও নিজেদের বলে দাবি করেছে দেশটি। গতকাল সোমবার (২৮ আগস্ট) চীনের মিনিস্ট্রি অব ন্যাচারাল রিসোর্সের পক্ষ থেকে প্রকাশিত মানচিত্রে বিষয়টি উঠে আসে।
ইন্ডিয়া টুডে জানিয়েছে, প্রকাশিত ‘স্ট্যান্ডার্ড’ মানচিত্রে অরুণাচল প্রদেশ ও আকসাই নিজেদের ভূখণ্ড বলে দাবি করেছে চীন। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের দাবি, এই ঘটনা উসকানি ছাড়া আর কিছুই নয়। তবে মিনিস্ট্রি অব ন্যাচারাল রিসোর্সের মানচিত্রের ওপর নির্ভর করেই দেশটির মন্ত্রণালয়গুলো কাজ নির্ধারণ করে।
তবে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর আজ মঙ্গলবার (২৯ আগস্ট) বলেছেন, যে অঞ্চলের অধিকার নেই তা দাবি করা চীনের পুরনো অভ্যাস। এনডিটিভির সঙ্গে একটি সাক্ষাৎকারে তিনি বেইজিংয়ের ‘অযৌক্তিক দাবি’ প্রত্যাখ্যান করেন এবং বলেন ‘মানচিত্র প্রকাশ করার অর্থ কিছুই নয়।’
ভারতের প্রতিরক্ষা বিশেষজ্ঞ শিবালী দেশপাণ্ড বলেছেন, মানচিত্র দেখেই বোঝা যাচ্ছে এটা চীনের একটা পলিসি। বেইজিং এসব দেখিয়ে ভারতকে উসকানি দেওয়ার চেষ্টা করছে। চীন চাইছে ভারত একটা পদক্ষেপ নিলে পাল্টা জবাব দেবে তারা। তবে বিশেষজ্ঞদের দাবি, ভারত এ বিষয়ে সতর্ক রয়েছে।
তবে এমন সময় মানচিত্রটি প্রকাশ করা হলো যখন জি-২০ সম্মেলন উপলক্ষে ভারত সফর করার কথা চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের। ভারত সরকার এখনও এই বিতর্কিত পদক্ষেপের প্রতিক্রিয়া জানায়নি।
কিউএনবি/অনিমা/২৯ অগাস্ট ২০২৩,/রাত ৯:২৫