স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপের আগে ক্রিকেটবোদ্ধারা নানা বিষয়ে আলোচনা করে থাকেন। আর বরাবরের মতো এবারের এশিয়া কাপ নিয়েও কথা বলেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার ওয়াসিম আকরাম। এশিয়া কাপের স্পন্সরের অনুষ্ঠানে আকরাম বলেন, ‘ভারত হোক বা পাকিস্তান বা শ্রীলঙ্কা, বোলাররা ১০ ওভার দিতে পারছে কিনা, আমরা খুঁজে বের করব। বর্তমানে তারা সবাই ৪ ওভার বল করতে অভ্যস্ত।’
চারদিকে চলছে টি-টোয়েন্টির নানা টুর্নামেন্ট। খেলোয়াড়েরাও এই টি-টোয়েন্টির পেছনে বেশ ব্যস্ত সময় পার করেন। মানসিকতা ও চিন্তায় খুব স্বল্প সময়ে ফলাফল পাওয়ার একটা অভ্যাস তৈরি হয়েছে। তবে এশিয়া কাপ ও সামনের বিশ্বকাপেও বোলাররা কী ধরনের ‘স্ট্রেংথ’ দেখান, সেটা একটা আলোচনার বিষয় হতে পারে। আকরাম তো অধীর অপেক্ষায় আছেন তা দেখতে।
পাকিস্তানের সাবেক অধিনায়ক বলেন, ‘শীর্ষে উঠতে আপনাকে খেলা জিততে হবে। আপনাকে এটা গেম বাই গেম দেখতে হবে। এছাড়াও এটি একটি ৫০ ওভারের প্রতিযোগিতা, টি-টোয়েন্টি নয়। যার অর্থ হচ্ছে, আলাদা মানসিকতা ও ফিটনেস প্রয়োজন হবে।’ওয়াসিম আকরাম অবশ্য কোনো ধরনের ভবিষ্যদ্বাণী করেননি। গতবার ভারত-পাকিস্তান ফাইনালের কথা লোকে বললেও, শ্রীলঙ্কা ফাইনাল খেলেছে এবং শিরোপাও জিতেছে।
সে দিক থেকে দেখলে ভারত, পাকিস্তান এবং শ্রীলঙ্কাকে এগিয়ে রাখা যায়। তবে কোনো দলকেই ছোট করে দেখছেন না ওয়াসিম আকরাম। পাকিস্তানের সাবেক অধিনায়ক বলেন, ‘গতবার আমরা ভেবেছিলাম ভারত-পাকিস্তান ফাইনাল হবে। কিন্তু টুর্নামেন্ট জিতেছে শ্রীলঙ্কা। এই তিন দলকে আপনি ছোট করে দেখতে পারবেন না। তবে এবার আরও দল আছে।’
কিউএনবি/আয়শা/২৮ অগাস্ট ২০২৩,/রাত ১০:৫০