বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের শ্রীঘর গ্রামে আগুনে এক কৃষকের ঘর পুড়ে গেছে। সোমবার সকাল ১১টার দিকে লাগা আগুনে কৃষকের প্রায় চার লাখ টাকার ক্ষতি হয়েছে। গরু কেনার জন্য জমিয়ে রাখা নগদ টাকাসহ সব কিছু পুড়ে যাওয়ায় কৃষক ছোট্ট মিয়া বেশ দুশ্চিন্তায় পড়েছেন।
স্থানীয়রা জানান, ছোট্ট মিয়া অন্যের জমিতে কাজ করে যা উপার্জন করেন তা দিয়েই সংসার চালাতেন। সোমবার বেলা ১১টার দিকে বৈদ্যুতিক শটসার্কিট থেকে তার বাড়িতে আগুন লাগে। প্রথমে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের লোকজন এসে আধাঘন্টার চেষ্টায় আগুন নেভায়। কিন্তু ততক্ষণে ছোট্ট মিয়ার আধা পাকা ঘরের চালসহ সব পুড়ে যায়।
কৃষক ছোট্ট মিয়া কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘ক্ষেতে খামারে কাজ কইরা ৫০ টাকা টেহা জমাইয়া গরে রাকছিলাম। মনে করছিলাম বন্যার সময় চলে গেলে এই টেহা দিয়া গরু কিনুম। অহন আমার সব শেষ। আগুনে সব শেষ কইরা দিছে। গরে এক মুঠ চালও নাই। পিন্দনের কাপড়টাই আছে আমডার। অহন আমি কি করুম, কেমনে চলুম আমি বুঝতাছি না।’
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানান, খুবই দরিদ্র একজন কৃষক ছোট্ট মিয়া। সব মিলিয়ে আগুনে ঘরসহ আসবাবপত্র পুড়ে কৃষকের চার লাখ টাকার ক্ষতি হয় বলে জানতে পেরেছেন। পরিবারটিকে সরকারি সহযোগিতার বিষয়ে আলোচনা হচ্ছে। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ফখরুল ইসলাম জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে লাগা আগুনে ওই কৃষকের ক্ষতির বিষয়টি স্থানীয় মাধ্যমে জানতে পেরেছেন। জেলা প্রশাসকের সঙ্গে কথা বলে পরিবারিটিকে সহযোগিতা করা হবে।
কিউএনবি/আয়শা/২৮ অগাস্ট ২০২৩,/সন্ধ্যা ৬:৫৫