স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : মনিরামপুরের খেদাপাড়া ইউনিয়ন যুবদলের সাবেক আহ্বায়ক প্রয়াত সাহেব আলীর তৃতীয় মৃত্যুবার্ষিকীতে শনিবার বিকেলে স্মরনসভা মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।দলিয় কার্যালয়ে আয়োজিত স্মরনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন থানা বিএনপির আহ্বায়ক সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন।
থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুক্তার হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি খায়রুল ইসলাম, সাধারন সম্পাদক আবদুল হাই, থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মফিজুর রহমান, মুক্তিযোদ্ধা আকতার হোসেন খান, অ্যাডভোকেট মকবুল ইসলাম, নিস্তার ফারুক, নাজমুস শাহাদাত। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর বিএনপির সহসভাপতি সন্তোষ স্বর, জুলফিকার আলী ভূট্টো, জামশেদ আলী, ফারুক হোসেন, একে আজাদ, চালুয়াহাটি বিএনপির যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম, ওয়াদুদ হোসেন, মফিজুর রহমান, আবদুর রশিদ, খেদাপাড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক শামছুজ্জামান, আজিবর রহমান, মতিয়ার রহমান, আলমগীর হোসেন, পৌর যুবদলের আহ্বায়ক আব্বাস উদ্দিন, থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক আইয়ুব আলী, ফরহাদ হোসেন, মিজানুর রহমান, মাসুদ পারভেজ রুবেল, নুরুজ্জামান, থানা ছাত্রদলের আহ্বায়ক ওলিয়ার রহমান, ইমরান হোসেন, কামরুজ্জামান প্রমুখ। অপরদিকে ১ সেপ্টেম্বর বিএনপির ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে সন্ধ্যায় দলিয় কার্যালয়ে চালুয়াহাটি ও খেদাপাড়ার নেতাকর্মীদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় খেদাপাড়া ও চালুয়াহাটি ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কিউএনবি/আয়শা/২৬ অগাস্ট ২০২৩,/রাত ১০:২১