বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ‘জাতির জনককে সুপরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল। যে কারণে বাদ পড়েনি তাঁর ছোট্ট সন্তান রাসেলও। বঙ্গবন্ধুকে যারা সপরিবারে হত্যা করেছে তাদের কয়েকজনের বিচার হয়েছে। কয়েকজন বিদেশে পালিয়ে আছে। এ হত্যাকান্ডের পিছনে যারা জড়িত তাদের নামও প্রকাশ্যে আনা উচিত।’
জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর শাহাদাৎবার্ষিকি উপলক্ষে শনিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়ন আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর ব্যবস্থাপনা পরিচালনক আবুল কালাম আজাদ। ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি দীপক চৌধুরী বাপ্পীর সভাপতিত্বে প্রেস ক্লাবে অনুষ্ঠিত আলোচনা সভায় সম্মানিত অতিথি ছিলেন, সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক, কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাবেক সাধারন সম্পাদক জাবেদ রহিম বিজন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সাহিত্য একাডেমির সভাপতি জয়দুল হোসেন, প্রেস ক্লাবের সাবেক সভাপতি মো. আরজু, ওয়াকার্স পার্টির সভাপতি অ্যাডভোকেট কাজী মাসুদ আহমেদ, রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদের সভাপতি মানবর্ন্ধন পাল। ইউনিয়নের যুগ্ম সাধারন সম্পাদক ফরহাদুল ইসলাম পারভেজের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন সাধারন সম্পাদক মো. মনির হোসেন। বঙ্গবন্ধুকে নিবেদন করে আবৃত্তি করেন তিতাস আবৃত্তি সংগঠনের ফারদিয়ার আশরাফি নাওমী, তাহিয়া তাবাসসুম দিহান।
কিউএনবি/আয়শা/২৬ অগাস্ট ২০২৩,/রাত ১০:১৫