স্পোর্টস ডেস্ক : তার টুইট থেকেই মূলত ক্রিকেট বিশ্বে ছড়িয়ে যায় খবরটি। গণমাধ্যম তার সূত্র দিয়ে প্রকাশ করে জিম্বাবুইয়ান কিংবদন্তি হিথ স্ট্রিক মারা গেছেন। কিন্তু কিছুক্ষণ বাদেই জানা যায় বেঁচে আছেন হিথ স্ট্রিক। হেনরি ওলোঙ্গাও ভুল বুঝতে পেরে সরিয়ে নেন নিজের টুইট। বিষয়টিকে সতর্কবার্তা হিসেবেই নিচ্ছেন সাবেক এই পেসার।
অস্ট্রেলিয়ার এবিসি রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে ওলোঙ্গা বলেন, ‘এই ঘটনাকে আমি সতর্কবার্তা হিসেবে দেখতে চাই। এটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল শতভাগ নিশ্চিত না হয়ে কোন তথ্য ছড়ানো উচিত নয়। আমি মূল চরিত্র হয়ে গেলাম। এমন না যে এটা আমিই শুরু করেছি, আরও কয়েকজন লিখেছিল। কেন জানি আমার বার্তাগুলোই সবার নজরে এসেছে। লোকজন ভাবল আমি নাটের গুরু। ‘
এর আগে গতকাল নিজের সতীর্থকে নিয়ে ওলোঙ্গা লিখেছিলেন, ‘দুঃখের সংবাদ এসেছে যে হিথ স্ট্রিক পরপারে চলে গেছে। শান্তিতে থেকো কিংবদন্তি। আমাদের দেশের সেরা অলরাউন্ডার। তোমার সঙ্গে খেলাটা ছিল আনন্দের। যখন আমার বোলিং স্পেল শেষ হয়ে যাবে, তখন পরপারে তোমার সঙ্গে দেখা হবে। ’
শুধু ওলোঙ্গা একা নন, একই খবর জানিয়ে টুইট করেছিলেন জিম্বাবুয়ের ক্রিকেটার শন উইলিয়ামস সহ আরও অনেকে। তাদের টুইটের সূত্র ধরে নিউজ করেছিল বাংলাদেশ ও বিশ্বের অনেক শীর্ষ সংবাদমাধ্যম। খবরটি প্রকাশ্যে আসতেই ক্রিকেটবিশ্বের হাজারো মানুষ তা সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে দেন। কিন্তু পরে জানা গেল, খবরটি নিছকই গুজব।
ওলোঙ্গা নিজের আগের টুইটটি ডিলিট করে দিয়েছেন। নতুন টুইটে তিনি হিথ স্ট্রিকের সঙ্গে চ্যাটের একটি অংশ শেয়ার করে লিখেছেন, ‘আমি নিশ্চিত করতে পারি যে, হিথ স্ট্রিকের মৃত্যুর খবরটি সঠিক নয়। আমি মাত্রই তার কাছ থেকে জানলাম। থার্ড আম্পায়ার তাকে ফিরিয়ে এনেছেন। সে ভালোভাবেই জীবিত আছে। ’
ওলোঙ্গার শেয়ার করা চ্যাটের স্ক্রিনশটে দেখা যায়, স্ট্রিক নিজেই ওলোঙ্গাকে লিখেছেন, ‘আমি ভালোভাবেই জীবিত আছি… রান আউটটি ঘুরিয়ে দাও, বন্ধু। ’ জবাবে ওলোঙ্গা লিখেছেন, ‘হা হা, শুনে খুবই খুশি হলাম। ব্যাপারটা খুব দ্রুত ছড়িয়ে গেছে। তুমি একরাতের মধ্যে মারা গিয়েছিল ভাই। ’
কিউএনবি/আয়শা/২৪ অগাস্ট ২০২৩,/সন্ধ্যা ৬:২৮