স্পোর্টস ডেস্ক : ওয়ানডে বিশ্বকাপ সামনে রেখে কোচিং প্যানেল আরও শক্তিশালী ও সমপ্রসারণ করল গতবারের রানার্সআপ নিউজিল্যান্ড। অবশ্য সবাই কাজ করবেন রোটেশন পদ্ধতিতে। নিজেদের কিংবদন্তি স্টিফেন ফ্লেমিংকে কোচিং স্টাফে যুক্ত করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। সাবেক ইংলিশ ক্রিকেটার জেমস ফস্টার, ইয়ান বেল ও সাকলায়েন মুশতাকও কাজ করবেন দলটির সঙ্গে।
বিশ্বকাপসহ আগামী চার মাসে অনেকগুলো অ্যাওয়ে সিরিজ খেলবে নিউজিল্যান্ড। এই সিরিজগুলোতে অদল-বদল করে কাজ করতে দেখা যাবে ফ্লেমিং-বেলদের। এ মাসের শেষেই ইংল্যান্ডের মাটিতে টি-টোয়েন্টি সিরিজ রয়েছে কিউইদের। এই সিরিজ থেকে বাংলাদেশের মাটিতে ওয়ানডে সিরিজ পর্যন্ত দলটির সঙ্গে কাজ করবেন পাঁচটি অ্যাশেজ জয়ী বেল। ২০২০ সালে ক্রিকেটকে বিদায় বলার পর থেকে যিনি কোচিংয়ে জড়িত রয়েছেন।
ইংলিশদের বিপক্ষে চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে কিউইদের সহকারী কোচের ভূমিকায় থাকবেন বেল। এরপর ইংলিশদের বিপক্ষে ও বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ কাজ করবেন ব্যাটিং কোচ হেসেবে। বিশ্বকাপ ও ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে কিউইদের সহকারী কোচের ভূমিকায় থাকবেন জেমস ফস্টার। ফ্লেমিং শুধু ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে কাজ করবেন।
ফ্লেমিং ও ফস্টার দুজনেরই আইপিএলে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। ফ্লেমিংয়ের কোচিংয়ে এবার আইপিএল জিতেছে চেন্নাই সুপার কিংস। ফস্টার এই মুহূর্তে কলকাতা নাইট রাইডার্সের সহকারী কোচ। নিউজিল্যান্ডের প্রধান গ্যারি স্টিড বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে বিশ্রামে থাকবেন।
বিশ্বকাপের আগে ফের যুক্ত হবেন। বিশ্বকাপের পর বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজেও গ্যারি স্টিড থাকবেন না। তার অনুপস্থিতিতে ব্যাটিং কোচ লুক রঞ্চি প্রধান কোচের দায়িত্ব পালন করবেন। বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে স্পিন কোচের ভূমিকায় থাকবেন পাকিস্তানি কিংবদন্তি সাকলায়েন মুশতাক।
কিউএনবি/আয়শা/২৩ অগাস্ট ২০২৩,/সন্ধ্যা ৭:২১