উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুরে এবার আলোচিত সেই থেতরাই ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে টিসিবির কার্ড অনলাইনের জন্য অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। সুবিধাভোগীর কাছ থেকে তিনি ৩০০ টাকা করে নিয়েছেন। এ বিষয়ে কয়েকজন ভুক্তভোগী মঙ্গলবার (২২ আগষ্ট) উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেছেন। ঘটনাটি উপজেলার থেতরাই ইউনিয়নে। তবে ইউপি চেয়ারম্যান আতাউর রহমান টাকা নেয়ার বিষয়টি অস্বীকার করেছেন।
এলাকাবাসী ও অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার থেতরাই ইউনিয়নে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) কার্ড সুবিধাভোগীর সংখ্যা ৩৫০০জন। কার্ড নবায়নের জন্য গত ২০ আগস্ট এলাকায় মাইকিং করা হয়। কিন্তু সুবিধাভোগীরা নবায়নের জন্য পরিষদে গেলে তাদের কাছে ৩০০টাকা করে আদায় করা হয়। অন্যথায় নবায়ন করা হবে না বলে জানিয়ে চেয়ারম্যানের লোকজন হুমকিও দেন বলে অভিযোগ উঠে। নিরুপায় হয়ে সুবিধাভোগীরা ৩০০টা করে দিতে বাধ্য হয়। এ ঘটনার প্রতিকার চেয়ে সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ করেন ভুক্তভোগীরা।
সরেজমিনে থেতরাই ইউনিয়ন পরিষদে গিয়ে দেখা যায়, প্রত্যেক সুবিধাভোগীর কাছ থেকে ৩০০ টাকা করে নেওয়া হচ্ছে। তবে কি কারনে এসব টাকা নেওয়া হচ্ছে তার কিছুই জানেন না সুবিধাভোগী। টাকা নেয়া হলেও কোন প্রকার রশিদ প্রদান করা হচ্ছে না। টিসিবির কার্ডধারী আশরাফুল, মন্জুরুল ইসলাম, আইয়ুব আলী, আক্কাছ আলী, নুরুজ্জামান ফজল উদ্দিন, আজিজুর রহমানসহ কয়েকজন জানান, টিসিবির কার্ড নবায়নের জন্য এসেছি কিন্তু ভোটার আইডির কপি জমা নিয়ে কার্ডে একটা স্বাক্ষর দিয়ে ৩০০ টাকা নেওয়া হচ্ছে। তবে কি কারনে নিল সেটা জানি না। কোন রশিদও দিচ্ছে না। এ বিষয়ে আমরা লিখিত অভিযোগ দিয়েছি।
থেতরাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান টাকা নেয়ার বিষয়টি অস্বীকার করে বলেন, এগুলো মিথ্যা অভিযোগ। টাকা নেয়ার কোন নিয়ম নেই। আমি কোন টাকাও নেইনি। সহকারী কমিশনার (ভূমি) ও ইউএনও (অতি: দায়িত্ব) কাজী মাহমুদুর রহমান অভিযাগ পাওয়ার কথা স্বীকার করে বলেন,এ বিষয়ে তদন্ত করা হচ্ছে।
উল্লেখ্য, থেতরাই ইউপি চেয়ারম্যান আতাউর রহমান আতার বিরুদ্ধে এক ইউনিয়ন ভূমি কর্মকর্তাকে মারধর এবং এক নারীকে জনশুমারি-গৃহগণনার কাজ দেওয়ার কথা বলে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছিল। উভয় ঘটনায় তাঁর বিরুদ্ধে থানায় মামলা হয়েছিল। এছাড়া কলার দাম চাওয়ায় এক বিক্রেতাও মারধর করেন। এসব ঘটনায় উপজেলায় জুড়ে বিভিন্ন সময় আলোচিত-সমালোচিত হয়ে আসছেন।
কিউএনবি/আয়শা/২২ অগাস্ট ২০২৩,/রাত ১০:২১