নওগাঁর পত্নীতলায় কমিউনিটি পুলিশিং ও বীট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত
তানভীর চৌধুরী, নওগাঁ জেলা প্রতিনিধি
Update Time :
মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩
১২৯
Time View
তানভীর চৌধুরী, নওগাঁ জেলা প্রতিনিধি : নওগাঁর পত্নীতলা থানার আয়োজনে মঙ্গলবার মধইল বাজার এলাকায় মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, যৌতুক ও বাল্যবিবাহ বিরোধী কমিউনিটি পুলিশিং ও বীট পুলিশিং সমাবেশের অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে পৌরআওয়ামীলীগের সাধারণ মিল্টন উদ্দিনের সঞ্চালনায় এবং পত্নীতলা থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ জেলার সম্মানিত পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পত্নীতলা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ আব্দুল মুমীন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গাফ্ফার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান খাতিজাতুল কোবরা মুক্তা, আব্দুল আহাদ রাহাত, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক চৌধুরী, সহ সভাপতি আবুল কালাম আজাদ, আকবরপুর ইউপির চেয়ারম্যান ওবায়দুল ইসলাম চৌধুরী, পত্নীতলা প্রেসক্লাব ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব বুলবুল চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা সহিদুল ইসলাম, আদিবাসী নেতা নরেন পাহান সহ দলীয় নেতৃবৃন্দ, সকল ইউপি চেয়ারম্যান বৃন্দ, সূধীজন প্রমুখ।