বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১২:০১ অপরাহ্ন

সালমার কাছে স্পেনের এত তাড়াতাড়ি বিশ্বকাপ জয় অবিশ্বাস্য

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩
  • ১৩৪ Time View

স্পোর্টস ডেস্ক : ২০১০ সালে স্বপ্নীল সোনালী ট্রফি গিয়েছিল স্পেনে। আরও একবার বিশ্বকাপ জয়ের আনন্দে ভাসছে স্প্যানিশরা। ছেলেদের হাত ধরে যে উৎসবে মেতেছিল স্পেন, নারীরাও এনে দিলেন সেই উপলক্ষ্য। ইংল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে প্রথমবার শিরোপা জিতল স্পেন নারী ফুটবল দল। অস্ট্রেলিয়ার মাটিতে চ্যাম্পিয়ন হওয়ার পর থেকে উৎসবের নগরী স্পেন। জয়ের পর রাস্তায় নেমে আসেন সমর্থকরা। অপেক্ষা ছিল প্রিয় দলকে স্বাগত জানানোর। অবশেষে আসে সেই মুহুর্ত।

অস্ট্রেলিয়া থেকে মাদ্রিদে আসার পর আতশবাজিসহ নানা ধরনের রঙ ছিটিয়ে বরণ করে নেয়া হয় ফুটবলারদের। ফুটবলের নতুন কুইনদের দেখতে রাস্তার পাশে অপেক্ষায় ছিলেন ভক্তরা। এরপর খোলা বাসে করে বিশ্বকাপ জয়ীদের নেয়া হয় সংবর্ধনার জন্য নির্ধারিত স্থানে। এক এক করে অন্ধকার কাটিয়ে স্টেজে অনুপ্রবেশ ঘটে ফুটবলারদের। এরপর হেসে গেয়ে লাখো সমর্থকদের সঙ্গে নিয়ে উদযাপন করা হয় বিশ্বকাপ জয়ের আনন্দ। স্টেজে দর্শকদের সঙ্গে মত বিনিময় করেন ফুটবলাররা।
বিশ্বকাপ জয়ের অনুভূতি প্রকাশ করেন তারা। অধিনায়ক ইভানা আন্দ্রেস বলেন, ‘আমরা এই ট্রফি, মেডেল আপনাদের উৎসর্গ করলাম। এগুলো এখন আপনাদের। পুরো বিশ্বকাপে যে ভালোবাসা ও এনার্জি দিয়ে আমাদের সাপোর্ট করেছেন তার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।’

 

The Spain players arrived in Madrid after flying back from the Women's World Cup in Sydney
মাদ্রিদে পৌঁছে সমর্থকদের সঙ্গে ট্রফি নিয়ে উদযাপনে মেতেছে স্পেন নারী ফুটবল দল। ছবি: দ্য গার্ডিয়ান

কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালে স্পেনের জয়ের নায়ক, আসরের সেরা উদীয়মান তারকা সালমা প্যারালুয়েলো নিজের অনুভূতি জানাতে গিয়ে বলেন, ‘আমার কাছে স্বপ্ন সত্যি হওয়ার মতো এটি। এত তাড়াতাড়ি বিশ্বকাপ জয় করা আমার কাছে অবিশ্বাস্য। আমি সত্যি অনেক উপভোগ করেছি। আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই এবং আপনাদের সবার সঙ্গে এটি উৎযাপন করতে চাই।’সংবর্ধনা অনুষ্ঠানে নারী ফুটবলারদের বরণ করতে এসে আনন্দের জোয়ারে ভাসছেন ভক্তরা।

 

 

কিউএনবি/আয়শা/২২ অগাস্ট ২০২৩,/রাত৯:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit