স্পোর্টস ডেস্ক : ২০১০ সালে স্বপ্নীল সোনালী ট্রফি গিয়েছিল স্পেনে। আরও একবার বিশ্বকাপ জয়ের আনন্দে ভাসছে স্প্যানিশরা। ছেলেদের হাত ধরে যে উৎসবে মেতেছিল স্পেন, নারীরাও এনে দিলেন সেই উপলক্ষ্য। ইংল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে প্রথমবার শিরোপা জিতল স্পেন নারী ফুটবল দল। অস্ট্রেলিয়ার মাটিতে চ্যাম্পিয়ন হওয়ার পর থেকে উৎসবের নগরী স্পেন। জয়ের পর রাস্তায় নেমে আসেন সমর্থকরা। অপেক্ষা ছিল প্রিয় দলকে স্বাগত জানানোর। অবশেষে আসে সেই মুহুর্ত।
কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালে স্পেনের জয়ের নায়ক, আসরের সেরা উদীয়মান তারকা সালমা প্যারালুয়েলো নিজের অনুভূতি জানাতে গিয়ে বলেন, ‘আমার কাছে স্বপ্ন সত্যি হওয়ার মতো এটি। এত তাড়াতাড়ি বিশ্বকাপ জয় করা আমার কাছে অবিশ্বাস্য। আমি সত্যি অনেক উপভোগ করেছি। আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই এবং আপনাদের সবার সঙ্গে এটি উৎযাপন করতে চাই।’সংবর্ধনা অনুষ্ঠানে নারী ফুটবলারদের বরণ করতে এসে আনন্দের জোয়ারে ভাসছেন ভক্তরা।
কিউএনবি/আয়শা/২২ অগাস্ট ২০২৩,/রাত৯:৩০