ডেস্কনিউজঃ ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রতিনিধি দলের ভারত সফরের পর বর্তমানে নয়াদিল্লি সফরে রয়েছেন সংসদে বিরোধী দল জাতীয় পার্টির (জাপা) একটি প্রতিনিধি দল। সফররত প্রতিনিধি দলটির প্রধান জাপার চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদেরের টেলিফোনে সাক্ষাৎকারের ভিত্তিতে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম ‘দ্য হিন্দু’।
‘বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে সম্পৃক্ততা বাড়াচ্ছে ভারত’ শিরোনামে কল্লোল ভট্টাচার্যের ওই প্রতিবেদনে জি এম কাদের বাংলাদেশের আগামী নির্বাচন নিয়ে তাঁর তৃতীয় বিকল্প ফর্মুলার কথা জানিয়েছেন।
নির্বাচনকালীন সরকার ও বিএনপির তত্ত্বাবধায়ক সরকারের বাইরে তিনি একটি সমঝোতামূলক ফর্মুলার কথা উল্লেখ করে দ্য হিন্দুকে বলেছেন, ‘আমাদের ভাবনায় একটি ফর্মুলা আছে। যখন সর্বদলীয় সংলাপ হবে, তখন আমরা তা আলোচনার টেবিলে উপস্থাপন করব।’
এই ফর্মুলা বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর অনমনীয় অবস্থানের একটা সমাধান দিতে পারে বলে তিনি ইঙ্গিত দেন।
তিনি বলেন, সংলাপে আলোচনার জন্য সব রাজনৈতিক দলের কাছে সরকারের এগিয়ে আসা খুবই জরুরি। আমরা চাই, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার জন্য সব পক্ষের সঙ্গে বসে আলোচনা করা উচিত।
আগামী নির্বাচনের জন্য বিএনপির পক্ষ থেকে তত্ত্বাবধায়ক সরকারের দাবি মেনে নেননি জি এম কাদের- উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। এ বিষয়ে জি এম কাদের বলেছেন, ‘তারা তত্ত্বাবধায়ক সরকারের জন্য জোর দিয়ে আসছে। কিন্তু তত্ত্বাবধায়ক গঠন ঠিক কেমন হওয়া উচিত তা স্পষ্ট করেনি।’
এ বিষয়ে তিনি তৃতীয় বিকল্প সমর্থন করেছেন যা একটি সমঝোতামূলক ফর্মুলা। এই ফর্মুলা একটি কঠিন অবস্থা মোকাবিলা করতে পারে বলে তিনি দ্য হিন্দুকে বলেন।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ভারতের আমন্ত্রণে জাতীয় পার্টির প্রতিনিধি দলের এই সফর বেশ তাৎপর্যপূর্ণ। কারণ জি-২০ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অতিথি হিসেবে আমন্ত্রণ জানানোর পরিকল্পনা করছে ভারত । বাংলাদেশকে এরই মধ্যে ‘অতিথি দেশ’ হিসেবে আমন্ত্রণ জানানোও হয়েছে।
কিউএনবি/নাহিদা/২১.০৮.২০২৩/রাত ১০.৩০