স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপ দিয়ে ভারতীয় দলে ফিরলেন লোকেশ রাহুল ও শ্রেয়াস আইয়ার। ইনজুরি কারণে লম্বা সময় মাঠের বাইরে ছিলেন তারা। আইয়ার পুরোপুরি ফিট হয়ে উঠলেও সামান্য ইনজুরি আছে রাহুলের। তাই এশিয়া কাপের গ্রুপ পর্বের ম্যাচে তাকে নাও পেতে পারে ভারত। গত আইপিএলে ইনজুরিতে পড়েছিলেন এই ব্যাটার। আইয়ার মাঠের বাইরে ছিলেন তারও আগে থেকে।
রোহিত শর্মাকে অধিনায়ক করে এশিয়া কাপের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করেছেন বিসিসিআইয়ের প্রধান নির্বাচক অজিত আগারকার। দলে নতুন মুখ বাঁহাতি ব্যাটার তিলক ভার্মা। ওয়ানডেতে তেমন একটা নাম কুঁড়াতে না পারলে দলে ঠিকই টিকে গেছে সূর্যকুমার যাদব। ১৭ সদস্যের স্কোয়াডে জায়গা পাননি লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল।
আগামী ২ সেপ্টেম্বর পাল্লেকেলেতে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ভারতের এশিয়া কাপ। গ্রুপ পর্বে অপর ম্যাচে ৪ সেপ্টেম্বর নেপালের বিপক্ষে লড়বে তারা।
এশিয়া কাপে ভারতের ১৭ জনের দল: রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, শুভমন গিল, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), শ্রেয়াস আইয়ার, হার্দিক পান্ডিয়া (সহ-অধিনায়ক), রবীন্দ্র জাদেজা, জাসপ্রিত বুমরাহ, মোহম্মদ শামি, মোহম্মদ সিরাজ, কুলদীপ যাদব, ঈশান কিষাণ (উইকেটরক্ষক), অক্ষর পটেল, শার্দূল ঠাকুর, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, প্রসিদ্ধ কৃষ্ণ।
রিজার্ভ: সাঞ্জু স্যামসন।
কিউএনবি/আয়শা/২১ অগাস্ট ২০২৩,/রাত ৯:০০