এম,এ, রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় ব্যক্তিগত পুকুরে পাট জাগ দিতে নিষেধ করায় পুকুর মালিককে পিটেয়ে জখম করেছে এক সন্ত্রাসী। রোববার (২০ আগস্ট) বিকেলে উপজেলার নগরবর্ণি বাজারে এঘটনা ঘটে।
জানা যায়, এদিন সকালে নগরবর্ণি গ্রামের মৃত হকের মালতের ছেলে আব্দুস ছাত্তার মালতে একই গ্রামের মৃত মোশারফ মন্ডলের ছেলে ও বর্ণি দাখিল মাদ্রাসার কর্মচারী আসাদুল ইসলামের পুকুরে পাট জাগ দিতে যায়। এ সময় আসাদুল ইসলাম তাকে তার পুকুরে পাট জাগ দিতে নিষেধ করেন। এ ঘটনাকে কেন্দ্র করে রোববার বিকেল নগরবর্ণি বাজারে ফজলুর রহমানের চায়ের দোকানে আসাদুলইসলাম চা খেতে গেলে আব্দুস ছাত্তার তাকে চড় থাপ্পড় ও কিল ঘুষি মেরে আহত করে।
আহত আসাদুল ইসলাম বলেন, তিনি কানে মারাত্মক আঘাত পেয়েছেন এবং কানে কিছু শুনতে পারছেন না। তিনি আরো বলেন আমার পুকুরে অনেক টাকার মাছ রয়েছে সে কারণে আমি পাট জাগ দিতে নিষেধ করেছি যার ফলে আব্দুস ছাত্তার আমাকে মেরে আহত করেছে। প্রত্যক্ষদর্শীরা জানান । আসাদুল ইসলামঅত্যান্ত নিরীহ প্রকৃতির মানুষ যে কারণে আব্দুস ছাত্তার তার পুকুরে জোরপূর্বক পাট জাগ দিতে যায়, তারা আরো জানান আব্দুস ছাত্তার একজন সন্ত্রাসী প্রকৃতির লোক সে যাকে তাকে মেরে থাকে। এ রিপোর্ট লেখার সময় আসাদুল ইসলাম চৌগাছা থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছলেন।
কিউএনবি/আয়শা/২০ অগাস্ট ২০২৩,/রাত ১০:২১