মোঃ আশিকুর ইসলাম, বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, আজকে আমরা যে বাংলাদেশের নাগরিক সে স্বাধীন স্বার্বভৌমত্ব বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর হাত দিয়ে সৃষ্টি হয়েছে। আমরা যে স্কুলে এসেম্বলির সময় গান গাই আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি আমাদের জাতীয় সংগীত, আজকে বাংলাদেশ স্বাধীন হয়েছে বলেই আমরা জাতীয় সংগীত গাইতে পারছি। আমরা একটি স্বাধীন দেশের নাগরিক পরিচয় দিতে পারছি। এই টুণাামেন্টের কারনেই প্রান্তিক পর্যায়ের ছোট ছোট শিশুরা উপজেলা পর্যায়ের এই শেখ রাসেল মিনি স্টেডিয়ামে খেলার সুযোগ পাচ্ছে।
আমরা এই ছোট ছোট শিশুদের ব্যাপারে কখনও ভাবিনি। প্রধানমন্ত্রী নিজেই ছোট সোনামনিদের ভবিষ্যত নিয়ে ভাবেন। এই টুর্ণামেন্টটি ভবিষ্যতে বিশ^ স্বীকৃতি অর্জন করবে। এজন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানাই। দিনাজপুরের বোচাগঞ্জে রবিবার বঙ্গবন্ধু ও শেখ ফজিলাতুন্নেছা মুজিব প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্ট ২০২৩ ইং এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। সকাল ১০টায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম সেতাবগঞ্জ বড়মাঠে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও মোঃ ডালিম সরকার। সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার ক.খ. মোঃ আলাওল হাদী।
এসময় সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মোঃ আসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আবু সৈয়দ হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আফছার আলী, সাবেক মেয়র আব্দুস সবুর, দিনাজপুর জেলা পরিষদ এর প্যানেল চেয়ারম্যান মোঃ শাহনেওয়াজ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শ্যামলী সাহা সহ এলাকার সুধীজন উপস্থিত ছিলেন। ফইনাল খেলায় বালক গ্রুপ থেকে নেহালগাঁও ও বালিকা গ্রুপ থেকে দক্ষিণ সাদা মহল সরকারী প্রাথমিক বিদ্যালয় উপজেলা চ্যাম্পিয়ন হয়েছে।
কিউএনবি/আয়শা/২০ অগাস্ট ২০২৩,/সন্ধ্যা ৬:২৯