খোরশেদ আলম বাবুল শরীয়তপুর প্রতিনিধি : ভেদরগঞ্জের উত্তর তারাবুনিয়া মজিল হক বেপারী কান্দি গ্রামের আলাউদ্দিন বেপারী (৩৪) নামের এক ব্যক্তিকে কুপিয়ে আহত করে তার দোকানের ভাড়াটিয়া। গুরুতর আহত অবস্থায় আলাউদ্দিনকে চাদপুরের একটি হাসপাতালে নিয়ে যায় স্বজনেরা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আলাউদ্দিনের মৃত্যু হয়। এই ঘটনায় জড়িত সন্দেহে আব্দুল্লাহ মৃধা (২৫) ও তার ভাই রিফাত মৃধা (২০) কে আটক করেছে পুলিশ।
সখিপুর থানা ও স্থানীয় সূত্র জানায়, মকবুল হক বেপারীর ছেলে নিহত আলাউদ্দিন বেপারী সংযুক্ত আরব আমিরাত প্রবাসে ছিলেন। তার স্ত্রী রুমা আক্তার দুই শিশু সন্তান নিয়ে গ্রামের বাড়িতে থাকেন। তাদের বসত বাড়ির সামনের দোকান ঘর ভাড়া নিয়ে টেইলার্স দোকান খুলেছিল স্থানীয় আব্দুল্লাহ মৃধা। আব্দুল্লাহ নিহত আলাউদ্দিনের স্ত্রী রুমা আক্তারকে প্রায়ই উত্যক্ত করত। বিষয়টি এলাকায় জানাজানি হলে মুরব্বিরা আব্দুল্লাহকে সতর্ক করে দেয়। সম্প্রতি রুমা আক্তারের স্বামী প্রবাস থেকে দেশে ফিরেন।
এই বিষয়ে ১৯ আগস্ট শনিবার রাত ৮টার দিকে আলাউদ্দিনের সাথে আব্দুল্লাহর কথা কাটাকাটি হয়। তখন দোকানি আব্দুল্লাহ উত্তেজিত হয়ে কাপড় কাটার কেচি নিয়ে আলাউদ্দিনের ঘারের ওপর আঘাত করে। এতে আলাউদ্দিন গুরুতর আহত হয়। স্থানীয়রা আলাউদ্দিনকে উদ্ধার করে চাঁদপুর শহরের একটি হাসপাতালে নিয়ে যান। চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে আলাউদ্দিনের মৃত্যু হয়। স্থানীয়দের সহায়তায় সখিপুর থানার পুলিশ আব্দুল্লাহ ও তার ভাই রিফাত মৃধাকে রাতেই আটক করতে সক্ষম হয়।
নিহতের স্ত্রী রুমা আক্তার জানায়, তাদের একটি ব্যক্তিগত ছবি পুঁজি করে আাব্দুল্লাহ রুমাকে উত্যক্ত করত। ফেসবুকে ভাইরাল করার ভয় দেখাতো। সেই ছবি রুমার মোবাইলেও দিয়েছে আব্দুল্লাহ। আলাউদ্দিন প্রবাস থেকে দেশে ফেরার পর ছবিটি রুমা তার স্বামীকে দেখায়। রুমার স্বামী সেই ছবি দেখে আব্দুল্লাহর দোকানে গিয়েছিলেন। দোকানী ও আলাউদ্দিনের মধ্যে কথা কাটাকাটিও হয়।
সেখানেই আব্দুল্লাহ কেচি দিয়ে রুমার স্বামীকে কুপিয়েছে। রুমাকে বিধবা ও তাদের সন্তানদের এতিম করেছে। খুনির দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছে রুমা আক্তার। সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান হাওলাদার বলেন, প্রবাসী আলাউদ্দিন বেপারীকে তার দোকানের ভাড়াটিয়া কাচি দিয়ে কুপিয়ে হত্যা করেছে। এই ঘটনায় মামলা হয়েছে। ঘটনার সাথে জড়িত সন্দেহে দুইজনকে আটক করা হয়েছে।
কিউএনবি/আয়শা/২০ অগাস্ট ২০২৩,/বিকাল ৫:২১