বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের উদ্যোগে শনিবার সকালে চিত্রাঙ্কণ প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়। ওই আয়োজনে প্রায় তিনশ’ শিশু শিক্ষার্থী বঙ্গবন্ধুকে রং তুলির মাধ্যমে ফুটিয়ে তোলে।
জেলা পুলিশ লাইনসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. শাহগীর আলম। পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর এ এস এম শফিকুল্লাহ, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মো. জসিম উদ্দিন ও সাধারণ সম্পাদক মো. বাহারুল ইসলাম মোল্লা।
আয়োজক সংশ্লিষ্ট সূত্র জানায়, তিনটি গ্রোপে ভাগ করে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ‘ক’ গ্রোপে প্লে থেকে ৩য় শ্রেণির শিক্ষার্থীরা ‘রং তুলিতে বঙ্গবন্ধু’, ‘খ’ গ্রোপে চতুর্থ শ্রেণি থেকে পঞ্চম শ্রেনীর শিক্ষার্থীরা ‘শোকাবহ আগস্ট’ এবং ‘গ’ গ্রোপে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীরা ‘বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ’ বিষয়ের উপর ছবি আঁকে। আলোচনা সভা শেষে অতিথিরা চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন।