স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ ঘিরে কতই স্বপ্ন না দেখছে স্বাগতিক ভারত। চূড়ান্ত হয়েছে সূচি। এখন শুধু খেলা মাঠে গড়ানোর অপেক্ষা। আর ক্রিকেটের এই মহারণ ঘিরে আয়োজনের কোনো কমতি নেই ভারতের। তবে, ক্রিকেটের দুই মেগা ইভেন্টের আগে পারফরম্যান্সে দ্যুতি ছড়াতে পারছে না দলটা। আর তাতেই চিন্তার ভাঁজ বিসিসিআই সচিব জয় শাহর কপালে। এশিয়া কাপ আর বিশ্বকাপের আগে দলের এমন বেহাল দশার পরিবর্তনে এবার সরব অবস্থানে জয় শাহ।
সম্প্রতি ভারতের পারফরম্যান্স একেবারেই বিবর্ণ। ক্রিকেটের দুই মেগা ইভেন্টের আগে দলের এমন পারফরম্যান্সে কিছুটা হতাশা কাজ করছে সমর্থকদের মাঝে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডেতে ফলাফলটা প্রত্যাশিত হলেও টি-টোয়েন্টিতে নামের প্রতি সুবিচার করতে পারেনি টিম ইন্ডিয়া। কোহলি, রোহিতদের অনুপস্থিতিতে তারুণ্যে আস্থা করে প্রত্যাশা পূরণে ব্যর্থই বলা যায় টিম ম্যানেজমেন্টকে।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ চলাকালীন বোর্ড সচিবের সঙ্গে একান্ত বৈঠক করেছেন কোহলিদের কোচ রাহুল দ্রাবিড়। ফ্লোরিডায় টি-টোয়েন্টি সিরিজ শেষে প্রায় দু’ঘন্টা ধরে চলে বোর্ড সচিবের সঙ্গে কোচের এ বৈঠক। ভারতীয় গণমাধ্যমে গুঞ্জন, এ বৈঠকে রাহুল দ্রাবিড়কে রীতিমতো সতর্ক বার্তা দিয়ে রেখেছেন বিসিসিআই সচিব। ঘরের মাটিতে আয়োজিত বিশ্বকাপটা কোনোমতেই হাতছাড়া করতে চায় না ভারত।
সে জন্য দুই মেগা ইভেন্ট নিয়ে কোচের পরিকল্পনা জেনেছেন জয় শাহ। এছাড়াও, দলের সামগ্রিক উন্নতিতে কোচিং স্টাফে নতুন কাউকে সংযুক্ত করা যায় কিনা তা নিয়েও আলোচনা হয়েছে। রাহুল দ্রাবিড়ের অধীনে খুব একটা ভালো ফলাফল পাচ্ছে না ভারত। তাই বিশ্বকাপ আর এশিয়া কাপের আগে বেশ চাপের মুখে ভারতের সাবেক অধিনায়ক।
কিউএনবি/আয়শা/১৭ অগাস্ট ২০২৩,/রাত ১১:৫২