জাতীয় শোক দিবসে এতিমখানার শিক্ষার্থীদের মাঝে পোষাক বিতরণ করেন পুলিশ সুপার মুক্তা ধর
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি
Update Time :
বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩
৪১৫
Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : স্বাধীনতার মহান স্থপতি হাজার বছরের শ্রেষ্ট বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে খাগড়াছড়ি দারুল উলুম তালিমুল ইসলাম এতিমখানা ও মাদরাসার শিক্ষার্থীদের মাঝে পোষাক ও উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
১৬ আগস্ট খাগড়াছড়ি দারুল উলুম তালিমুল ইসলাম এতিমখানা ও মাদরাসার সভাপতি খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার) খাগড়াছড়ি দারুল উলুম তালিমুল ইসলাম এতিমখানা ও মাদরাসার শিক্ষার্থীদের মাঝে পোষাক ও উপহার সামগ্রী বিতরণ করেন।খাগড়াছড়ি দারুল উলুম তালিমুল ইসলাম এতিমখানা ও মাদরাসার শিক্ষার্থীদের মাঝে পোষাক বিতরণের সময় খাগড়াছড়ি অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন-অর্থ) মাহমুদা বেগম সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং এতিমখানার শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
জাতীয় শোক দিবসে এতিমখানার শিক্ষার্থীদের মাঝে পোষাক ও উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি,র বক্তব্যে খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার) বলেন যে, আমাদের আশপাশে বসবাসরত মানুষের ভালোমন্দের দিকে খেয়াল রাখা আমাদের সকলের নৈতিক দায়িত্ব। আমরা পরস্পরের প্রতি সহমর্মিতা ও সহযোগিতার মনোভাব বজায় রেখে একের জন্য অন্যে এগিয়ে এলে সুন্দর সমাজ বিনির্মান এবং বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গঠন সম্ভব হবে খাগড়াছড়ি জেলা পুলিশ এই মানবিক কার্যক্রমের ধারা ভবিষ্যতেও অব্যাহত রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।