স্পোর্টস ডেস্ক : উয়েফা সুপার কাপে আজ রাতে মুখোমুখি হবে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি ও স্প্যানিশ ক্লাব সেভিয়া। গ্রিসের রাজধানী এথেন্সের কারাইসকাকিস স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে ম্যাচটি। আগের মৌসুমের চ্যাম্পিয়নস লিগ জয়ী এবং ইউরোপা লিগ জয়ী দলের মধ্যে হয়ে থাকে এই উয়েফা সুপার কাপ ম্যাচ। সুপার কাপের ৪৮তম আসর এটি।
গেল মৌসুমে ম্যানচেস্টার সিটি ১-০ গোলে ইন্তার মিলানকে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগ শিরোপা জেতে। আর টাইব্রেকারে রোমাকে হারিয়ে সপ্তমবারের মতো ইউরোপা লিগের শিরোপা ঘরে তোলে সেভিয়া। সেভিয়া এর আগে ২০০৬ সালে সুপার কাপের শিরোপা জিতেছে। বাকি পাঁচবার রানার্সআপ হয় তারা।
পেপ গার্দিওলার সিটি গেল মৌসুমে জিতেছে ট্রেবল। তবে এবার কমিউনিটি শিল্ডে হার দিয়ে মৌসুম শুরু করে সিটিজেনরা। তারা হারে আর্সেনালের কাছে। তবে প্রিমিয়ার লিগে মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে বার্নলির বিপক্ষে পেয়েছে জয়। ফর্মেই আছেন আর্লিং হালান্ড। করেন জোড়া গোল।
সেভিয়া গেল মৌসুমে ইউরোপা লিগের শিরোপা জিতলেও লিগ শেষ করে ১২ নম্বরে থেকে। নতুন মৌসুমও তারা শুরু করেছে হার দিয়ে। ঘরের মাঠে ভ্যালেন্সিয়া ২-১ গোলে হারায় সেভিয়াকে। সুপার কাপের ম্যাচে ফেভারিট হিসেবেই মাঠে নামবে ম্যানচেস্টার সিটি। এর আগে সেভিয়ার বিপক্ষে চার দেখার সবগুলোতে জিতেছে সিটিজেনরা। এই চার ম্যাচে ম্যানচেস্টার সিটি ১২টি গোল করেছে সেভিয়ার বিপক্ষে। হজম করেছে মাত্র তিন গোল।
কিউএনবি/আয়শা/১৬ অগাস্ট ২০২৩,/রাত ১১:৩০