এম,এ, রহিম চৌগাছা (যশোর) : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে চৌগাছা থানা পুলিশের আয়োজনে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ আগষ্ট) বিকেলে থানা চত্ত্বরে এ আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ। প্রধান অতিথির বক্তৃতা করেন যশোর-২ আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) বীর মুক্তিযোদ্ধা ডা. নাসির উদ্দীন। বিশেষ অতিথিরবক্তৃতা করেন যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার জোয়াদার।
অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরানের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন যশোর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আহসানুল হক, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম হাবিবুর রহমান, উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোস্তানিচুর রহমান, সাধারণ স¤পাদক ও ফুলসারা ইউপি চেয়ারম্যান মেহেদী মাসুদ চৌধুরী, পৌর মেয়র নুর উদ্দীন আল মামুন হিমেল, উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রুহুল আমিন, এস এম সাইফুর রহমান বাবুল প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলার সকল মসজিদের সভাপতি, ইমাম, স্কুল, মাদ্রাসা ও কলেজের শিক্ষক আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগসহ আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মী, ব্যবসায়িরা উপস্থিত ছিলেন।প্রধান অতিথির বক্তৃতায় সংসদ সদস্য বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনতে প্রয়োজন একতা। এজন্য বিভেদ ভুলে সকলেই নৌকার কর্মীতে পরিনত হতে হবে। এই আসনে আবারো নৌকা পাশ করিয়ে শেখ হাসিনার সরকার আবারো ক্ষমতায় আনার জন্য আহ্বান করেন তিনি।
বিশেষ অতিথির বক্তৃতায় যশোর জেলার পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার বলেন, যুগে যুগে অনেক নেতার জন্ম হয়েছে। কিন্তু কেউ স¦াধীনতা দিতে পারিনি। বঙ্গবন্ধুর জন্ম না হলে স্বাধীন বাংলাদেশের জন্ম হতনা। তিনি বলেন, বঙ্গবন্ধু যে সোনার বাংলার স্বপ্ন দেখে ছিলেন, সেই সোনার বাংলা উপহার দিচ্ছেন তাঁর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোনার বাংলা বিনির্মানে এখনো কিছু কাজ বাকি রয়েছে এ জন্য তিনিও এ ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।
কিউএনবি/আয়শা/১৬ অগাস্ট ২০২৩,/রাত ৯:৫০