শান্তা ইসলাম নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সর্বকালের সর্বশ্রেষ্ট বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর নবনির্মিত “মুক্তির মহানায়ক” এর ম্যুরাল উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে সাজাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন।
নেত্রকোনা পুলিশ সুপার মো. ফয়েজ আহমদের সভাপতিত্বে অন্যদের মাঝে উপস্থিত- সংরক্ষিত নারী আসনের এমপি হাবিবা রহমান খান শেফালী, জেলা প্রশাসক শাহেদ পারভেজ, নেত্রকোনা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অসিত কুমার সরকার সজল, পৌর সভার মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম খান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মানিক, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামছুর রহমান লিটন, নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিটের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো.নূরুল আমীন প্রমুখ।
কিউএনবি/আয়শা/১৬ অগাস্ট ২০২৩,/সন্ধ্যা ৬:২১