স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর): আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোরের মনিরামপুরে ক্ষমতাসিন আওয়ামী লীগের মধ্যে বিরোধ এখন তুঙ্গে উঠেছে। ইতিমধ্যে তিনটি গ্রুপে বিভক্ত হয়ে নেতাকর্মীরা পৃথকভাবে দলিয় কর্মসূচি পালন চলেছেন। এরই ধারাবাহিকতার অংশ হিসেবে ১৫ আগষ্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে তিন গ্রুপ পৃথকভাবে কর্মসূচি পালন করে।জানাযায়, তিন গ্রুপের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র অধ্যক্ষ কাজী মাহামুদুল হাসানের নেতৃত্বে রয়েছেন প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য গ্রুপ। আবার সাধারন সম্পাদক প্রভাষক ফারুক হোসেনের নেতৃত্বে রয়েছে এসএম ইয়াকুব আলী গ্রুপ। অন্যদিকে উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলুর নেতৃত্বে রয়েছেন অন্য গ্রুপটি।
১৫ আগষ্ট বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকীতে পৃথকভাবে শোক র্যালী শেষে প্রতিমন্ত্রী গ্রুপের আলোচনা সভা অনুষ্ঠিত হয় দলিয় কার্যালয়ের সামনে। এতে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান। প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ নেতা ইউপি চেয়াম্যান আবদুর রাজ্জাক, জেলা পরিষদ সদস্য গৌতম চক্রবর্তি, অ্যাডভোকেট বশির আহম্মদ খান, পৌর সভাপতি আমজাদ হোসেন, সাধারন সম্পাদ কামরুজ্জামান, সাবেক ছাত্রলীগ আহ্বায়ক মুরাদুজ্জামান প্রমুখ।অন্যদিকে শোক র্যালী শেষে সংগঠনের সাধারন সম্পাদক প্রভাষক ফারুক হোসেনের নেতৃত্বে অপর গ্রুপের আলোচনা সভা অনুষ্ঠিত হয় দলের পুরাতন কার্যালয়ে। প্রভাষক ফারুক হোসেনের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপ কমিটির সদস্য এস এম ইয়াকুব আলী, উপজেলা চেয়ারম্যান নাজমা খানম, সাবেক ইউপি চেয়ারম্যান জিএম মজিদ, সাবেক পৌর কাউন্সিলর গৌর কুমার ঘোষ, হাশেম আলী, সাবেক যুবলীগের সাধারন সম্পাদক স ম আলাউদ্দিন, সাবেক জেলা ছাত্রলীগ নেতা সন্দীপ ঘোষ, কৃষক লীগ নেতা আবুল ইসলাম প্রমুখ।
অপরদিকে আমজাদ হোসেন লাভলু গ্রুপের নেতাকর্মীরা শোক র্যালী শেষে সরকারি হাই স্কুল রোডের দলিয় কার্যালয়ের সামনে আয়োজন করা হয় আলোচনা সভার। এতে সভাপতিত্ব করেন উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক বাবুল করিম বাবলু। প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা অনন্ত দেব নাথ, উপজেলা মহিলা লীগের সভাপতি রিতা পাড়ে প্রমুখ।
কিউএনবি/অনিমা/১৬ অগাস্ট ২০২৩,/দুপুর ১:২৬