আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমারে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।উপজেলা প্রশাসন আয়োজিত মহিলা বিষয়ক অধিদপ্তরের সহযোগিতায় মঙ্গলবার (১৫ আগস্ট) উপজেলা পরিষদ চত্ত্বরে জাতির জনকের প্রতিকৃতিতে উপজেলা প্রশাসন, ডোমার থানা, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আ’লীগ ও সহযোগি সংগঠন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, আনসার ভিডিপি, ফায়ার সার্ভিস, প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ফুলদিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন। বিশেষ দোয়া ও মুনাজাত শেষে হলরুমে এক আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ আবু রাহাত সোহেল রানা’র সঞ্চালনায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তার নাজমুল আলম (বিপিএএ) এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ।
বিশেষ অতিথি হিসাবে উপজলো পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, নারী ভাইস চেয়ারম্যান বেগম রৌশন কানিজ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক মকান্ডার নুরননবী, বীর মুক্তিযোদ্ধা সহিদার রহমান মানিক, জেলা আ’লীগের সহ-সভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুল, উপজলো আ’লীগের সভাপতি এ্যাডভোকটে মনোয়ার হোসনে, সাধারণ সম্পাদক মঞ্জুরুল হক চৌধুরী, ডোমার থানা অফিসার ইনচার্জ মাহমুদ উন-নবী, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রফিকুল ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন।অনুষ্ঠানে উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, ছাত্র/ছাত্রী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যক কর্মীগণ উপস্থিত ছিলেন।
কিউএনবি/অনিমা/১৫ অগাস্ট ২০২৩,/বিকাল ৩:৫৬