শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : উইমেন্স মডেল কলেজের অধ্যক্ষ জনাব আব্দুল ওয়াদুদ তাপাদার বলেন, “বাঙালি জাতির মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা বাংলাদেশের ইতিহাসের এক কালো অধ্যায়। যা আমাদের সোনার বাংলা গঠনে এক বড় বাঁধার সৃষ্টি করে। বাঙালি জাতি আজও যার মাশুল দিচ্ছে। আজকের এই জাতীয় শোকদিবসে আমাদের প্রতিজ্ঞা হোক এই যে, বঙ্গবন্ধুর সোনার বাংলা গঠনের যে স্বপ্ন ছিল তা বাস্তবায়নে নারী-পুরুষ নির্বিশেষে সবাই আন্তরিকভাবে নিজ নিজ জায়গা থেকে ভূমিকা রাখব।”তিনি আরো বলেন, “নারীশিক্ষা ছাড়া নারীকে জাতীয় সমৃদ্ধিতে অংশগ্রহণ করানো কঠিন। আদর্শ শিক্ষিত নারী দেশ ও জাতির কল্যাণে নিবেদিতপ্রাণ। তাই উইমেন্স মডেল কলেজ কাজ করছে নারীশিক্ষার উন্নয়নে দেশ ও জাতির জন্য দক্ষ-আদর্শ নারী গঠনে। কারণ আমরা জানি, একজন নারী তিনটি ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে।স্ত্রী হিসেবে যেমন তার স্বামীকে দুর্নীতি থেকে মুক্ত রাখতে পারে ঠিক তেমনি একজন মা হিসেবেও তার সন্তানদের দুর্নীতি থেকে মুক্ত রেখে সোনার বাংলা গড়ায় অনুপ্রাণিত করতে পারে। আবার ঠিক একই নারী বোন হিসেবে তার ভাইদের দেশ গড়ার স্বপ্ন দেখাতে পারে। কাজেই এ দেশের নারীদের প্রকৃত শিক্ষা গ্রহণ করে বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে ভূমিকা রাখতে পারে।
১৫ই আগস্ট ২০২৩ খ্রিস্টাব্দ, রোজ মঙ্গলবার উইমেন্স মডেল কলেজে অনুষ্ঠিত হয় জাতীয় শোকদিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদতবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা, প্রতিযোগিতা ও দোয়া মাহফিল।উইমেন্স মডেল কলেজের বাংলা বিভাগের প্রভাষক জনাব তৌফিকুল ইসলাম রাসেলের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উইমেন্স মডেল কলেজের অধ্যক্ষ জনাব আব্দুল ওয়াদুদ তাপাদার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চীফ একাডেমিক কো-অর্ডিনেটর ও সিনিয়র প্রভাষক জনাব জাকিয়া সুলতানা, সিনিয়র প্রভাষক ও স্কুল ইনচার্জ জনাব মরিয়মু ন্নেছা মল্লিকা এবং অন্যান্য শিক্ষকবৃন্দ।অনুষ্ঠানের প্রথম পর্বে সকাল ৯:৩০ ঘটিকায় স্কুল ক্যাম্পাসে অনুষ্ঠিত হয় স্কুল শিক্ষার্থীদের মধ্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় গ্রুপে ছিল ৬ষ্ঠ থেকে ৭ম শ্রেণির শিক্ষার্থী এবংগ্রুপে ছিল ৮ম থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীরা। একই সময়ে কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয় কলেজ শিক্ষার্থীদের নিয়ে আবৃত্তি ও বক্তৃতা প্রতিযোগিতা। দ্বিতীয় পর্বের শুরুতেই বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা আবৃত্তি করেন উইমেন্স মডেল কলেজের সিনিয়র প্রভাষক জনাব মাহমুদ চৌধুরী। শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন বাংলা বিভাগের প্রভাষক জনাব মেহেদী হাসান এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক জনাব হেলাল হামাম। এরপর ১৫ই আগস্টের ঘটনাপ্রবাহ নিয়ে নির্মিত একটি ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।
অত:পর অনুষ্ঠানের সভাপতি উইমেন্স মডেল কলেজের অধ্যক্ষ জনাব আব্দুল ওয়াদুদ তাপাদার তাঁর বক্তব্যের শেষদিকে প্রতিযোগিতার বিজয়ীদের নাম ঘোষণা ও পুরস্কার তোলে দেন। সবশেষে উইমেন্স মডেল কলেজের প্রশাসনিক কর্মকর্তা জনাব ছালেহ আহমদের মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। অনুষ্ঠান শেষে উপস্থিত সবার জন্য বিশেষ শিরনির ব্যবস্থা ছিল।চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ক-গ্রুপে (৬ষ্ঠ-৭ম শ্রেণি) প্রথম স্থান অর্জন করে ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী আনুশকা নাইডু, দ্বিতীয় স্থান অর্জন করে ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী তাসফিয়া তাছনিম ফারিহা এবং তৃতীয় স্থান অর্জন করে ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী মির্জা তাসনিম বেগ। খ-গ্রুপে (৮ম-১০ম) প্রথম স্থান অর্জন করে ৯ম শ্রেণির শিক্ষার্থী শ্রাবন্তী আক্তার বেলী, দ্বিতীয় স্থান অর্জন করে ৯ম শ্রেণির শিক্ষার্থী শুকরিয়া ইসলাম মিশু এবং তৃতীয় স্থান অর্জন করে ৯ম শ্রেণির শিক্ষার্থী আছিয়া বেগম ইভা। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিচারক হিসেবে ছিলেন উইমেন্স মডেল কলেজের স্কুল শাখার কো- অর্ডিনেটর ও সিনিয়র সহকারী শিক্ষক জনাব শিল্পী বিশ্বাস, সিনিয়র প্রভাষক জনাব তাহমিনা ফেরদৌসী ঝুলন এবং সহকারী শিক্ষক জনাব দেবশ্রী দাস।
কলেজ শিক্ষার্থীদের আবৃত্তি প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে একাদশ শ্রেণির শিক্ষার্থী মৌমিতা চৌধুরী সঞ্চারী, দ্বিতীয় স্থান অর্জন করে একাদশ শ্রেণির শিক্ষার্থী মাহবুবা আক্তার তন্বী এবং তৃতীয় স্থান অর্জন করে একাদশ শ্রেণির শিক্ষার্থী আনিসা ইসলাম রাফা। কলেজ শিক্ষার্থীদের বক্তৃতা প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে একাদশ শ্রেণির শিক্ষার্থী চৌধুরী মাহজাবিন হক মীম, দ্বিতীয় স্থান অর্জন করে একাদশ শ্রেণির শিক্ষার্থী হামিদা আক্তার ধলি এবং তৃতীয় স্থান অর্জন করে একাদশ শ্রেণির শিক্ষার্থী আনিসা ইসলাম রাফা। চিত্রাঙ্কন ও বক্তৃতা প্রতিযোগিতায় বিচারক হিসেবে ছিলেন উইমেন্স মডেল কলেজের সিনিয়র প্রভাষক জনাব স্নিগ্ধা চক্রবর্তী, প্রভাষক জনাব হেলাল হামাম এবং প্রভাষক জনাব সাজ্জাদুর রহমান।
কিউএনবি/অনিমা/১৫ অগাস্ট ২০২৩,/বিকাল ৩:৪৫