পুড়ানো হলো কারেন্ট জাল ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুতের খুঁটির নিচে থাকা ডিস ও ইন্টারনেট তার অপসারণ
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।
Update Time :
শনিবার, ১২ আগস্ট, ২০২৩
১৭২
Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় শনিবার ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিদ্যুতের খুঁটির নিচে ও লেভেল ক্রসিংয়ের উপরে ঝুঁকিপূর্ণভাবে নেওয়া বিপুল পরিমাণ ডিস ও ইন্টানেটের তার অপসারণ করা হয়েছে। পৃথক আরেক অভিযানে সাত হাজার মিটার অবৈধ জাল জব্দ করে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। দুপুর ও বিকেলে সদর উপজেলার ভাদুঘর সংলগ্ন তিতাস নদী এবং শহরের কলেজপাড়ার লেবেল ক্রসিং এলাকায় অভিযান চালান নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোশারফ হোসেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সদর উপজেলার পৌর এলাকা সংলগ্ন ভাদুঘরের তিতাস নদীতে অবৈধ কারেন্ট ও রিং জাল কিছু একটি চক্র মৎস্য শিকার করে আসছেন বলে বিভিন্ন মাধ্যমে জানতে পারে উপজেলা প্রশাসন। শনিবার দুপুরে নদীতে অবৈধ জাল দিয়ে মৎস্য শিকারের অভিযোগে দুই হাজার মিটার অবৈধ রিং জাল ও পাঁচ হাজার মিটার করেন্ট জাল জব্দ করা হয়। তবে অভিযানের বিষয়ে টের পেয়ে পালিয়ে যাওয়ায় অবৈধ এসব জালের মালিককে আটক করা সম্ভব হয়নি। পরে জব্দ করা জাল আগুনে পুড়ানো হয়।
এদিকে গত শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা আখাউড়াগামী তিতাস কমিউটার ট্রেন কলেজপাড়ার লেভেল ক্রসিং এলাকা অতিক্রম করছিল। ওই সময় ট্রেনের ছাদে দুই যাত্রী রেললাইনের উপরে বৈদ্যুতিক খুঁটির নিচে থাকা তারের সঙ্গে প্যাচ লেগে চলন্ত ট্রেন থেকে পড়ে যান। এতে ঘটনাস্থলেই এক যাত্রী মারা যান এবং অপরযাত্রী আহত হন। এ ঘটনার জের ধরে শনিবার বিকেল সাড়ে তিনটার দিকে কলেজপাড়ার লেভেল ক্রসিং এলাকায় পুলিশ, ফায়ার সার্ভিস ও বিদ্যুৎ বিভাগের সদস্যদের নিয়ে পৌঁছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোশারফ হোসেন। পরে লেভেল ক্রসিং এলাকায় রেললাইনের উপরে ও বিদ্যুতের খুঁটিতে থাকা ঝুঁকিপূর্ণ তার কেটে সরানো হয়। ঝুঁকিপূর্ণ এসব তার কাটার সময় জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেনকে উপস্থিত থেকে অপসারণ কাজে সহযোগিতা করতে দেখা যায়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোশারফ হোসেন বলেন, ‘ভাদুঘর সংলগ্ন তিতাস নদীতে অভিযান চালিয়ে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৯০ এর আলোকে দুই হাজার মিটার অবৈধ রিং জাল ও পাঁচ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। আর কলেজপাড়ার লেভেল ক্রসিং এলাকায় রেললাইনের উপর অনেক ঝুঁকিপুর্ণ তার রয়েছে। তারগুলো নিচে থাকায় ট্রেনের উপরে থাকা যাত্রীদের জন্য জায়গাটি ঝুঁকিপূর্ণ। এ কারণে সেখান থেকে তার অপসারণ করা হয়েছে।’