আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমারে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ভোগডাবুড়ী ইউনিয়ন শাখার সম্মেলন-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ আগস্ট) বিকালে চিলাহাটি গার্লস স্কুল এন্ড কলেজ মাঠে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহরিয়ার সুমনের সভাপতিত্বে সম্মেলনের শুভ উদ্বোধন ঘোষনা করেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ইমরানুল হক আনোয়ার।
সাবেক ছাত্রনেতা রাকিবুল ইসলাম রাকিবের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সভাপতি ও ভোগডাবুড়ী ইউপি চেয়ারম্যান রেয়াজুল ইসলাম কালু। প্রধান বক্তা উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক প্রধান ও পৌর কাউন্সিলর আখতারুজ্জামান সুমন, বিশেষ বক্তা সাংগঠনিক সম্পাদক মাসুদ বীন আমিন সুমন।
অতিথি হিসাবে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রইছুল আলম, ছাত্রদলের সদস্য সচিব আশরাফুল আলম আশরাফ, উপজেলা শ্রমিক দলের আহবায়ক হাফিজুর রহমান হাফিজ, সোনারায় ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুর রশিদ, কেতকীবাড়ী ইউনিয়নের সভাপতি ইমরান আলী রিমুন, বামুনিয়া ইউনিয়নের সভাপতি রিপন ইসলাম, জোড়াবাড়ী ইউনিয়নের আহবায়ক শরিফুল ইসলাম, ইউনিয়র বিএনপি’র সভাপতি ওছমান গনি দুলাল, সাধারণ সম্পাদক আব্দুর রউফ, সোনারায় ইউনিয়নের সদস্য সচিব আরিফুল ইসলাম আরিফ, যুগ্ন আহবায়ক সাইফুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
আলোচনা শেষে শাহরিয়ার সুমনকে সভাপতি শাহানাজ আলম রকি সাধারণ সম্পাদক ও জিয়াউল করিমকে সাংগঠনিক সম্পাদক হিসাবে নির্বাচিত করা হয় এবং নবগঠিত কমিটিকে ফুরের শুভেচ্ছা জানান অতিথিগণ। এ সময় উপজেলা ইউনিয়ন বিএনপি সহ তার সহযোগি ও অঙ্গ সংগঠনের দলীয় নেতা কর্মীগণ উপস্থিত ছিলেন। আগামীতে দেশ রক্ষার আন্দোালনে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান উপজেলার নেতৃবৃন্দ।
কিউএনবি/আয়শা/১২ অগাস্ট ২০২৩,/দুপুর ২:২০