এম, এ,রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় এক কিশোরির বাল্য বিবাহ বন্ধ করেছেন প্রশাসন। এ সময় কনের বাবাকে বাল্য বিয়েদেওয়ার অপরাধে দশ হাজার টাকা জরিমানা করা হয়। শুক্রবার (১১ আগষ্ট) বিকেলে ঘটনাটি ঘটেছে পৌর শহরের বাকপাড়া গ্রামে। মেয়েটি পৌর শহরের একটি বিদ্যায়ের ৭ম শ্রেণির ছাত্রী এবং বাকপাড়া গ্রামের আশরাফুল ইসলামের মেয়ে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) গুঞ্জন বিশ্বাস স্কুল পড়–য়া ঐ কিশোরির বাড়িতে যান। এ সময় তিনি ভ্রাম্যমান আদালতের মাধ্যমেবিবাহ বন্ধ করেন। পরে কনের বাবাকে বাল্য বিয়ে দেওয়ার অপরাধে দশ হাজার টাকা জরিমানা করেন তিনি। এদিকে ভ্রাম্যমান আদালতের উপস্থিতির খবর জানতে পেরে বর পক্ষের লোকজন সরে পড়েন।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট গুনঞ্জন বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাল্য বিবাহের খবর পেয়ে কনের বাড়িতে যায়। সেখানে গিয়ে দেখি বিবাহের আয়োজন চলছে। এ সময় বিয়ে বন্ধ ও বাল্য বিবাহের আয়োজন করার অপরাধে ২০১৭ এর ৮ ধারায় কনের বাবাকে দশ হাজার টাকা জরিমানা করা হয়।
কিউএনবি/অনিমা/১১ অগাস্ট ২০২৩,/রাত ১০:০৩