স্পোর্টস ডেস্ক : ভারত সবশেষ আইসিসির কোনো শিরোপা জিতেছিল ২০১৩ সালে। চ্যাম্পিয়নস ট্রফিতে ইংল্যান্ডকে হারায় মহেন্দ্র সিং ধোনির দল। এক দশক ধরে তারা ভুগছে শিরোপা খরায়। মাঝে বহুবার সুযোগ এলেও তা হাতছাড়া হয়েছে। তবে এক যুগ পর ওয়ানডে বিশ্বকাপ আবারও ফিরেছে ভারতে। ঘরের মাঠে বিশ্বকাপ জিতেই সেই খরা ঘোচাতে চান দেশটির বর্তমান অধিনায়ক রোহিত শর্মা।
আজ একটি অনুষ্ঠানে গিয়ে তিনি বলেছেন, ‘সত্যি বলতে, আমি কখনই ৫০ ওভারের বিশ্বকাপ জিততে পারিনি। এটা জয়ের স্বপ্ন আছে আমার। এর জন্য এখানে লড়াই করব এবার। কেউ হাতে ধরিয়ে দেবে না। কঠোর পরিশ্রম করতে হবে আমাদেরকে। আমরা সবাই বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার জন্য লড়াই করব।’
২০১৩ সালের চ্যাম্পিয়নস ট্রফির ২ বছর পর অস্ট্রেলিয়া বিশ্বকাপে সেমিফাইনালে স্বাগতিকদের কাছে হেরে বিদায় নিয়েছিল ভারত। তারপর ২০১৭ সালে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে পাকিস্তানের কাছে হেরে শিরোপা খুঁইয়েছিল তারা। আগের বছর ঘরের মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ওয়েস্টইন্ডিজের কাছে হেরে যায়। এছাড়া ২০১৯ বিশ্বকাপে ও ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনাল থেকে বিদায় হয়। মাঝে দুই বার টেস্ট চ্যাম্পিয়নশিপে তারা হয়েছে রানার্স-আপ।
৮ বার শিরোপার খুব কাছে গিয়েও জিততে না পারার হতাশা কুঁরে খাচ্ছে ভারতীয় ক্রিকেটারদের। তাই তো এবার সব ক্রিকেটার নিজেদের সর্বোচ্চটা দিয়ে লড়াই করতে চান।
এই বিষয়ে রোহিত বলেছেন, ‘সবাই বিশ্বকাপ জিততে মরিয়া। কারণ আমাদের একটা ভালো দল আছে। এই দলের প্রত্যেকটা খেলোয়াড় বিশ্বকাপ জেতার সামর্থ্য রাখে। আমাদের সেই আত্মবিশ্বাসটাও আছে। গত বছর টি-টোয়েন্টিতে হারের পর আমি বলেছিলাম পরের বিশ্বকাপে জয়ের জন্য আমরা লড়াই চালিয়ে যাব।’
কিউএনবি/অনিমা/১১ অগাস্ট ২০২৩,/রাত ৯:২৪