আজ থেকে শাহপীর কেল্লা শহীদ মাজারের ৭দিন ব্যাপী ওরস শুরু
Reporter Name
Update Time :
বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩
২৫৮
Time View
বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার খরমপুরের প্রখ্যাত আউলিয়া শাহ্ ছৈয়দ আহাম্মদ গেছু দারাজ (রহ.) প্রকাশ্য শাহপীর কেল্লা শহীদ মাজারের ৭দিন ব্যাপী ওরস মোবারক শুরু হয়েছে।আজ বৃহস্পতিবার (১০ আগস্ট) ১০ আগস্ট থেকে ১৬ আগস্ট পর্যন্ত সপ্তাহ ব্যাপী মাজারের বার্ষিক এ ওরস চলবে। ১৪ আগস্ট মঙ্গলবার রাত ১২টা ০১ মিনিটে অনুষ্ঠিত হবে বিশেষ মোনাজাত। তাছাড়া ১৬ আগস্ট পর্যন্ত সপ্তাহব্যাপী ওরস এবং মাসব্যাপী মেলাকে কেন্দ্র করে এ ওরসে আগত মাজারের ভক্ত-আশেকান ইবাদত-বন্দেগি, নামাজ, জেয়ারত, কোরআন তেলাওয়াত, মিলাদ, তবররক বিতরণ, মাজার এলাকায় আইনশৃঙ্খলা, স্বাস্থ্য ও পরিবেশ সংরক্ষণ সংক্রান্ত গুরুত্বপূর্ণ কর্মসূচি নির্বিঘ্নে পালনে প্রশাসনও নিয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।
মাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম খাদেম মিন্টু জানান, দীর্ঘ এক হাজার বছরের বেশি সময় ধরে শাহপীর কেল্লা বাবার মাজারে নিয়মিত বার্ষিক ওরস অনুষ্ঠিত হয়ে আসছে। এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখো ভক্ত-আশেকান যোগ দেন। তিনি আরও জানান, প্রতি বছরই ওরসে সভাপতির দায়িত্ববার নেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক ও মাজার কমিটির সভাপতি। সেই অনুযায়ী এবছরও ওরসে সভাপতিত্ব করবেন ব্রাহ্মণবাড়িয়ার বর্তমান জেলা প্রশাসক শাহগীর আলম। এদিকে ওরস উপলক্ষে দেশের বিভিন্ন জেলা থেকে লাখো লাখো ভক্তদের সমাগম হওয়ার কারণে মাজার এলাকায়সহ প্রতিটি প্রবেশ পথে প্রতি বছরের ন্যায় এবছরও ৪০টি সিসি ক্যামেরা, র্যাব, পুলিশ, বিজিবিসহ বিভিন্ন বাহিনী আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত থাকবে।