নওগাঁ প্রতিনিধি : নওগাঁর সদর উপজেলার শৈলগাছী ইউনিয়নের সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় বিভিন্ন ভাতাভাগী এবং উপকারভাগী জনসাধারণের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার বিকাল ৫টায় শৈলগাছী দ্বি-মূখী উচ্চ বিদ্যালয় চত্ত¦রে শৈলগাছী ইউনিয়ন পরিষদ কর্তৃক আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন।
অনুষ্ঠানে শৈলগাছী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে অন্যান্যদর মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নির্মল কৃষ্ণ সাহা, সদর উপজেলা সমাজসেবা অফিসার সাইদুর রহমান, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহাবুবুল হক কমল, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রেজাউল ইসলাম প্রমুখ। এসময় উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দ ও শৈলগাছী ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের ভাতা ও উপকারভাগীদের মধ্যে থেকে কয়েক হাজার উপকারভাগী জনসাধারণ সভায় অংশগ্রহণ করন।