আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে প্রধানমন্ত্রী পদ থেকে ক্ষমতাচ্যুত করতে চাপ দিয়েছিল মার্কিন পররাষ্ট্র দপ্তর। এমনই এক চাঞ্চল্যকর সংবাদ জানিয়েছে যুক্তরাষ্ট্র ভিত্তিক নিউজ আউটলেট দ্য ইন্টারসেপ্ট।
পাকিস্তানের ফাঁস হওয়া একটি সরকারি নথি সাইফার এর বরাত দিয়ে এই খবর জানিয়েছে অনলাইন বার্তাসংস্থাটি। সাইফার মূলত পাকিস্তানের একটি গোপন সরকারি নথি প্রেরণ ব্যবস্থা, যা তাদের দূতাবাসগুলো ব্যবহার করে থাকে।
ইন্টারসেপ্ট জানায়, গোপনীয় সেই নথিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তা দক্ষিণ ও মধ্য-এশিয়াবিষয়ক ব্যুরোর সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু এবং তৎকালীন যুক্তরাষ্ট্রে পাকিস্তানের রাষ্ট্রদূত আসাদ মাজিদ খান মধ্যে বৈঠকের বিবরণ রয়েছে।
মূলত গেলো বছরের মার্চের দিকে ঘটনার সূত্রপাত হয়। তখন রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ইস্যুতে নিরপেক্ষ অবস্থান নিয়েছিলেন তৎকালীন পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খান। প্রতিবেদনে বলা হয়, গত বছরের মার্চে রাশিয়ার আগ্রাসনের দুই সপ্তাহ পরে ইমরান খানের মস্কো সফর ওয়াশিংটনকে ক্ষুব্ধ করেছিল।
এ ছাড়া যুদ্ধে রাশিয়ার ভূমিকার নিন্দা জানিয়ে জাতিসংঘের একটি প্রস্তাব থেকে পাকিস্তান বিরত থাকাতেও ক্ষুব্ধ ছিলো যুক্তরাষ্ট্র।
নথিতে বলা হয়, এসব কারণে গেলো বছরের ৭ মার্চ যুক্তরাষ্ট্রে পাকিস্তানের রাষ্ট্রদূত এবং স্টেট ডিপার্টমেন্টের দুই কর্মকর্তার মধ্যে এক বৈঠকে পাকিস্তান সরকারকে ইমরানকে প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুতের জন্য উৎসাহিত করা হয়।
অন্যথায়, ইমরানকে ক্ষমতাচ্যুত না করলে পাকিস্তানকে বিশ্ব থেকে এক ঘরে করে দেয়ার হুমকি দেওয়া হয়। এ সংক্রান্ত একটি তথ্য যুক্তরাষ্ট্রের দূত সরকারের কাছে পাঠিয়েছিল বলে ধারণা করা হয়।
এই বৈঠকের একদিন পরেই ২০২২-এর ৮ মার্চে সংসদে ইমরান খানের বিরোধীরা অনাস্থা ভোটের প্রক্রিয়া শুরু করে বলে নথিতে উল্লেখ করা হয়।
ফাঁস হওয়া নথিটি প্রমাণের জন্য চেষ্টা করেছে জানিয়ে ইন্টারসেপ্ট জানায়, ওয়াশিংটন, ডিসি-তে অবস্থিত পাকিস্তান দূতাবাস এই বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হয়নি।
যুক্তরাষ্ট্রের অস্বীকার
এদিকে গোপন নথি থেকে ফাঁস হওয়া তথ্য মিথ্যা জানিয়ে তা অস্বীকার করেছে যুক্তরাষ্ট্র জানিয়েছে ইন্টারসেপ্ট। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র জালিনা পোর্টারকে এ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, “আমাকে খুব স্পষ্টভাবে বলতে দিন যে এই অভিযোগগুলোর কোনো সত্যতা নেই।”
কিউএনবি/অনিমা/১০ অগাস্ট ২০২৩,/দুপুর ২:৪৭