স্পোর্টস ডেস্ক : আরব ক্লাব কাপে ক্রিশ্চিয়ানো রোনালদোর একমাত্র গোলে আল শোরতাকে হারিয়ে প্রথমবারের মতো ফাইনালে উঠেছে আল নাসের।
প্রিন্স আব্দুল আজিজ স্টেডিয়ামে সেমিফইনালের ম্যাচটিতে শুরু থেকেই দাপট ছিল আল নাসেরের। একের পর এক সুযোগ তৈরি করে গোলমুখে বেশকিছু শর্ট করে দলটি।
শেষ পর্যন্ত এই লিড ধরে রেখেই ফাইনাল নিশ্চিত করে আল নাসের।
অপর সেমিফাইনালের ম্যাচে আল-হিলাল ৩-১ গোলে হারিয়েছে স্বদেশি ক্লাব আল-শাবাবকে। ফাইনালে আল-হিলাল প্রতিপক্ষ হিসেবে পাবে রোনালদোর আল-নাসরকে।
কিউএনবি/অনিমা/১০ অগাস্ট ২০২৩,/দুপুর ১২:৩৫