আন্তর্জাতিক ডেস্ক : ভয়াবহ দাবানলের কবলে পড়েছে যুক্তরাষ্ট্রের হাওয়াই রাজ্য। বিশেষ করে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাজ্যটির মাওই দ্বীপ। লোকালয়ে ঢুকে পড়েছে দাবানল, আগুনে পুড়ে অন্তত ৬ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে শঙ্কা কর্তৃপক্ষের। এছাড়া দাবানলের কারণে দমকল কর্মীসহ আহত হয়েছেন প্রায় ২০ জন। যাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ খবর জানায় ব্রিটিশ বার্তাসংস্থা বিবিসি নিউজ।
প্রতিবেদনে বলা হয়, হাওয়াই দ্বীপের কাছে প্রশান্ত মহাসাগরে একটি হ্যারিকেনের সৃষ্টি হয়েছে। যার কারণে দাবানল আরও ভয়াবহভাবে ছড়িয়ে পড়েছে।
ইতিমধ্যে হাওয়াই এর আশেপাশের এলাকা খালি করাসহ এই অঞ্চলে যাওয়ার রাস্তা বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। চার হাজারের মত পর্যটক আটকা পড়েছেন দ্বীপরাজ্যটিতে।
প্রায় ২৯টি বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ায় রাজ্যের ১২ হাজারেরও বেশি মানুষ বর্তমানে বিদ্যুৎবিহীন অবস্থায় আছে। সেখানকার মোবাইল পরিষেবাও বন্ধ হয়ে গেছে। এ কারণে উদ্ধার তৎপরতায় ব্যাঘাত ঘটছে। হাজার হাজার উদ্বাস্তুকে আশ্রয় দেওয়ার জন্য খোলা হয়েছে আশ্রয়কেন্দ্র।
সবচেয়ে বেশি ধ্বংসের স্বীকার হয়েছে মাউই দ্বীপের শহর লাহাইনায়। দাবানলের আগুনে শহরের কিছু অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
জরুরি সাড়াদান কর্মসূচির ইনচার্জ মেজর জেনারেল কেনেথ এস হারা বলেন, এই মুহূর্তে আমাদের অগ্রাধিকার হলো মানুষের জীবন বাঁচানো, তাদের দুর্ভোগ রোধ করা এবং বড় ধরনের ক্ষয়ক্ষতি কমানো।
এদিকে মার্কিন কোস্টগার্ডের দেওয়া তথ্য অনুযায়ী, আগুন থেকে বাঁচতে সাগরে ঝাঁপিয়ে পড়া বেশ কিছু মানুষকে উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত অন্তত ১২ জনকে সাগর থেকে উদ্ধারের কথা জানিয়েছে কোস্টগার্ড।
কিউএনবি/অনিমা/১০ অগাস্ট ২০২৩,/সকাল ১১:৩১