আন্তর্জাতিক ডেস্ক : মঙ্গলবার (০৮ আগস্ট), সকাল ১০টা। লন্ডনে ব্রিটিশ মিউজিয়ামের সামনে ছুরিকাঘাতের শিকার হলেন এক যুবক। আতঙ্ক ছড়াতে মুহূর্ত লাগেনি। দ্রুত খালি করা হয় দশনার্থী ঠাসা মিউজিয়ামটি এবং প্রায় দুই ঘণ্টা বন্ধ রাখা হয়। নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, আহত যুবককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছেন সামনেই থাকা এক পুলিশ কর্মকর্তা।
প্রত্যক্ষদর্শীরা জানান, অভিযুক্ত বড় একটি ছুরি দিয়ে ওই যুবককে আক্রমণ করেন। এতে যুবক হাতে আঘাত পান। পুলিশের বিবৃতিতে বলা হয়, ছুরিকাঘাতের শিকার যুবককে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। তার আঘাত গুরুতর হলেও অবস্থা আশঙ্কাজনক নয়।
প্রাথমিক তদন্ত ও দুষ্কৃতীকে জিজ্ঞাসাবাদের পর মেট্রোপলিটন পুলিশ দাবি করেছে, এটি সন্ত্রাসবাদী হামলা নয়। তবে কেন এই হামলা, সে বিষয়ে মুখ খোলেনি তারা। যদিও হামলার পর দুপুরের দিকে মিউজিয়ামের বাইরে পুলিশের উপস্থিতি বাড়ানো হয় এবং আশপাশের বেশ কয়েকটি রেস্তোরাঁ এ সময় বন্ধ ছিল।
পরে বিকেলের দিকে জাদুঘরটি আবার খুলে দেওয়া হয়। মিউজিয়াম কর্তৃপক্ষ জানিয়েছে, গত বছর চার মিলিয়নেরও বেশি দশনার্থী ব্রিটিশ মিউজিয়াম পরিদর্শন করেছে।
কিউএনবি/আয়শা/৯ অগাস্ট ২০২৩,/রাত ৮:৫৫