আন্তর্জাতিক ডেস্ক : এমনিতে ডেঙ্গু জ্বরে বিপর্যস্ত পশ্চিমবঙ্গ। এর মধ্যেই জ্বরের উত্তাপ ছড়াচ্ছে কলকাতা হাইকোর্টে। একের পর এক বিচারপতি এবং আইনজীবীরা জ্বরে আক্রান্ত হচ্ছেন। অনেকের আবার কনজাঙ্কটিভাইটিসও হচ্ছে বলে আদালত সূত্রে খবর।
জানা গেছে, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমসহ সাত বিচারপতি জ্বরে আক্রান্ত হয়েছেন। জ্বরের কারণে গত মঙ্গলবার সশরীরে এজলাসে আসতে পারেননি প্রধান বিচারপতি। ভার্চুয়াল মাধ্যমেই শুনানি চালান তিনি। খবর আনন্দবাজার অনলাইনের।
ওইদিন একটি মামলার শুনানি শেষে পশ্চিমবঙ্গের অ্যাডভোকেট জেনারেল (এজি) সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় প্রধান বিচারপতির কাছে জানতে চান, ‘আশা করি আপনি ভালো আছেন?’ তখন প্রধান বিচারপতি বলেন, ‘আজ সাতজন বিচারপতি অসুস্থ। আবহাওয়ার বদল না কি অন্য কোনও কারণে হচ্ছে জানি না।’
প্রধান বিচারপতি আরও জানান, চিকিৎসকের সঙ্গে তিনি আলোচনা করেছেন। তাকে বুঝে-শুনে চলার পরামর্শ দেওয়া হয়েছে। এরপরই তিনি বলেন, ‘এখানে আমি প্রায় দুই বছর ধরে রয়েছি। জানি না কেন এমন পরিস্থিতি। সকালেও একটু ক্লান্তি ছিল। দ্বিতীয়ার্ধে আর বসছি না। যদিও আমি রাত সাড়ে ৮টা অবধি চেম্বারে কাজ করি।’
এ সময় অনেকের কনজাঙ্কটিভাইটিস হচ্ছে বলে মন্তব্য করেন প্রধান বিচারপতি। হাইকোর্ট সূত্রে খবর, প্রধান বিচারপতি ছাড়াও জ্বরে আক্রান্ত হন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ও বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। জ্বরের কারণে মঙ্গলবার আদালতে বসতে পারেননি তারা।
অপরদিকে জ্বরের কারণে বুধবার আদালতে হাজির হতে পারেননি বিচারপতি শম্পা সরকার এবং বিচারপতি গৌরাঙ কান্থ। তবে অনেক বিচারপতিই মৃদু জ্বর নিয়ে আদালতে আসছেন। এছাড়া শুনানির সময় অনেক আইনজীবীকে অসুস্থতার কারণে অনুপস্থিত থাকতে দেখা যাচ্ছে বলে জানা গেছে।
কিউএনবি/আয়শা/৯ অগাস্ট ২০২৩,/রাত ৮:২১