স্পোর্টস ডেস্ক : পাল্লেকেলে স্টেডিয়ামে মঙ্গলবার (৮ আগস্ট) রান তাড়া করতে নেমে উদ্বোধনী জুটিতে ৫৮ রান করে জাফনা। এ সময় মাথিশা পাথিরানার শিকারে পরিণত হয়ে প্যাভিলিয়নে ফেরেন রহমানউল্লাহ গুরবাজ। দলীয় ৯৭ রানের মাথায় বিদায় ওয়ানডাউনে নামা চারিথ আসালাঙ্কা। গুরবাজ ৩৯ ও আসালাঙ্কা করেন ১২ রান।
অধিনায়ক থিসারা পেরেরা ব্যক্তিগত ১৭ রানে নাসিম শাহর বলে বোল্ড হন। এরপর জয় থেকে আর খুব বেশি দূরে ছিল না জাফনা। ওপেনার নিশান মদুস্কা আউট হলে ক্রিজে আসতে হয় হৃদয়কে। স্ট্রাইক পেয়ে প্রথম বলে সিঙ্গেল নেয়ার পরের দুই বলেই চার হাঁকান হৃদয়। ওই ওভারে পাথিরানা দেন ১২ রান।
পরের ওভারের প্রথম বলে লেগ বাই থেকে জাফনাকে চার রান এনে দেন হৃদয়। দ্বিতীয় বলটি ডট দিলেও তৃতীয় বলে ব্যাকওয়ার্ড পয়েন্টের দিকে চার হাঁকান তিনি। ৯ বলে হৃদয় করেন ১৪ রান। তাতে ৫ ম্যাচে ৩ জয় পেল জাফনা। ৬ পয়েন্ট নিয়ে টেবিলে তাদের অবস্থান তিনে।
এর আগে পাথুম নিসাঙ্কার ৩৬, লাহিরু উদারার ২৯, মোহাম্মদ নেওয়াজের ২৭, বাবর আজমের ২৪ ও চামিকা করুনারত্নের ২১ রানে ভর করে ১৪৬ রানের সংগ্রহ পায় কলম্বো। জাফনার হয়ে ৯ রানে ২ উইকেট নেন দুনিল ভাল্লেগে। ২ উইকেট নেন দিলশান মদুশাঙ্কাও। একটি করে উইকেট পান মহেশ থিকশানা, শোয়েব মালিক ও নুয়ান থুশারা।
কিউএনবি/আয়শা/৮ অগাস্ট ২০২৩,/রাত ১১:৫৮