আন্তর্জাতিক ডেস্ক : তিন মাসের বেশি সময় ধরে উত্তপ্ত ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুর। জাতিগত সহিংসতায় এরইমধ্যে নিহত হয়েছেন বহু মানুষ। এখন পর্যন্ত রাজ্যটিতে সহিংসতা থামারও কোনো লক্ষণ নেই, বরং প্রতিনিয়ত তা বাড়ছে।
হিন্দুপ্রধান মেইতেই জনগোষ্ঠীর সঙ্গে অব্যাহত সংঘাতের মধ্যেই মণিপুরে বিজেপির নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ) থেকে নিজেদের সমর্থন প্রত্যাহারের ঘোষণা দিয়েছে কুকি পিপলস অ্যালায়েন্স। রাজ্যপালকে লেখা এক চিঠিতে বিজেপিদলীয় বীরেন সিং সরকারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন কেপিএ প্রধান।
এরমধ্যেই, অশান্ত মণিপুরে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে নতুন করে আরও প্রায় এক হাজার সদস্য মোতায়েন করেছে কেন্দ্রীয় বাহিনী। রাজ্যটিতে বিভিন্ন বাহিনীর ৪০ হাজারের বেশি সদস্য মোতায়েন করা হয়েছে।
কিউএনবি/আয়শা/৮ অগাস্ট ২০২৩,/রাত ১১:৫৪