স্পোর্টস ডেস্ক : বয়স তার ৪১ পেরিয়েছে। ইতোমধ্যে টেস্ট ও ওয়ানডে থেকে নিয়েছেন অবসর। তবে শোয়েব মালিক এখনও স্বপ্ন দেখেন পাকিস্তানের জার্সি গায়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার। আগামী বছর উইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য সেই আসরে দেশকে প্রতিনিধিত্ব করার ইচ্ছেটা প্রকাশ তিনি নিজেই করেছেন।
বিশ্বের নানা প্রান্তে এখন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলে বেড়ান শোয়েব। বর্তমানে তিনি শ্রীলঙ্কায় আছেন। লঙ্কা প্রিমিয়ার লিগে খেলছেন জাফনা কিংসের হয়ে। সোমবার রাতে দলটির হয়ে ৫৩ বলে ৭৪ রানের লড়াকু একটা ইনিংস খেলেছেন তিনি।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে হাজির হয়ে বলেছেন, ‘আমি টেস্ট এবং এক দিনের ক্রিকেট থেকে অবসর নিয়েছি। খেলা ছাড়ার সময় আমার ব্যাটে রান ছিল। পাকিস্তানের হয়ে টি-টোয়েন্টি খেলতে আমি এখনও রাজি। তবে আমি আশা করি না অধিনায়ক বা বোর্ডের কেউ আমাকে খেলতে ডাকবে। আমার কোনো আশা নেই এখন। তবে আমি তত দিন খেলে যাব, যত দিন আমার ইচ্ছা করবে।’
দুই বছর আগে শেষবার শোয়েবকে পাকিস্তানের জার্সিতে টি-টোয়েন্টি ক্রিকেট খেলতে দেখা গিয়েছিল। ২০২১ সালে তার শেষ টি-২০ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে ১৮ বলে ফিফটি করেছিলেন শোয়েব। সংক্ষিপ্ত সংস্করণে সেটাই পাকিস্তানের দ্রুততম হাফ সেঞ্চুরি।
১৯৯৯ সালে পাকিস্তানের হয়ে প্রথম ম্যাচ খেলেছিলেন শোয়েব। ২২ বছরের কেরিয়ারে তিনি ৩৫টি টেস্ট, ২৮৭টি এক দিনের ম্যাচ এবং ১২৪টি টি-টোয়েন্টি খেলেছেন। ব্যাট হাতে ১০ হাজারের উপর আন্তর্জাতিক রান করেছেন শোয়েব। ২০০-র বেশি উইকেটও নিয়েছেন তিনি। টেস্ট থেকে অবসর নেন ২০১৫ সালে। এক দিনের ক্রিকেটে শেষ খেলেন ২০১৯ সালে।
কিউএনবি/আয়শা/৮ অগাস্ট ২০২৩,/রাত ১১:৪৮