সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ১২:৪৩ পূর্বাহ্ন

চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে চট্টগ্রাম সমিতির আহ্বান

জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩
  • ১৬৩ Time View
জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :  বৃহত্তর চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অতিবর্ষণে পানিবন্দী এবং বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে ত্রাণ তৎপরতা ও সাহায্য-সহযোগিতায় সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানিয়েছেন ঢাকাস্থ চট্টগ্রাম সমিতি।  আজ ৮ আগস্ট (২০২৩)  মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম সমিতির প্রচার ও প্রকাশনা সম্পাদক মোস্তফা ইকবাল চৌধুরী (মুকুল) কর্তৃক প্রেরিত এক বিবৃতিতে চট্টগ্রাম সমিতি-ঢাকার পক্ষ হতে সভাপতি জয়নুল আবেদীন জামাল ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন হিরো এ আহ্বান জানান।

বিবৃতিতে আরো বলা হয়,  “গত এক সপ্তাহে অতিবর্ষণ, পাহাড়ী ঢল ও পাহাড়ধসে চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার ও রাঙ্গামাটি জেলার অধিবাসীদের সার্বিক জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। শ্রাবণের একটানা বৃষ্টিপাতের ফলে পানির ঢলে চট্টগ্রাম, বান্দরবান ও কক্সবাজার সড়ক যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেছে। বন্দরনগরী চট্টগ্রাম প্রায় এক সপ্তাহ ধরে পানিতে নিমজ্জিত অবস্থায় আছে। তাতে বন্দর ও শহরের অর্থনৈতিক কর্মকান্ড স্থবির হয়ে পড়েছে। 

টানা বর্ষণের ফলে স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের পাঠক্রম/ক্লাস বিপন্ন হয়ে পড়েছে।  কক্সবাজারে পাহাড়ধসে ৪ জনের বেশি হতাহত ও হাটহাজারীতে পানিতে ডুবে এক শিক্ষার্থীর প্রাণহানীসহ প্রচুর ক্ষয়-ক্ষতি হয়েছে এবং সাতকানিয়া উপজেলার ৯৫ ভাগ মানুষ পানিবন্দী ও অত্যন্ত মানবেতর জীবনযাপন করছে মর্মে খবর পাওয়া গেছে। এছাড়া পটিয়া, বাঁশখালী ও চন্দনাইশ উপজেলার বিভিন্ন এলাকা পানির গভীরে ডুবে গেছে”। সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে তারা বলেন, “পানিবন্দী ও ক্ষতিগ্রস্তদের বিপন্ন জীবনযাপন থেকে উদ্ধার করার জন্য ত্রাণ তৎপরতা ও সাহায্য-সহযোগিতায় এগিয়ে আসার জন্য সরকারি-বেসরকারি সংস্থা ও বৃহত্তর চট্টগ্রামের বিত্তবানদের প্রতি আকুলভাবে আহ্বান জানাচ্ছি।

কিউএনবি/আয়শা/৮ অগাস্ট ২০২৩,/রাত ১০:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৩
IT & Technical Supported By:BiswaJit