আন্তর্জাতিক ডেস্ক : পূর্ব ইউরোপের দেশ ইউক্রেনের ভূখণ্ডে রাতভর হামলা চালিয়েছে রাশিয়া। এ সময় ৫৭টি রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে কিয়েভ। আজ রবিবার (০৬ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদুলু এজেন্সি।
প্রতিবেদনে আরও বলা হয়, ইউক্রেনের বিমান বাহিনী টেলিগ্রামে একটি বিবৃতি দিয়েছে। তাতে উল্লেখ করা হয়েছে, গতকাল শনিবার স্থানীয় সময় সন্ধ্যা থেকে রবিবার সকাল পর্যন্ত রুশ বাহিনী আকাশ ও সমুদ্রভিত্তিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। পাশাপাশি ইরানি ড্রোনও ব্যবহার করছে দেশটি।
বিবৃতিতে দাবি করা হয়, রাশিয়া প্রথম দফায় যে সব ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে তার মধ্যে ১২টি ভূপাতিত করা হয়েছে। দ্বিতীয় দফায় তারা দক্ষিণ-পূর্ব দিক থেকে আক্রমণ অব্যাহত রাখে। কিয়েভের দাবি, মোট ২৭টি ড্রোন, ৫টি ক্ষেপণাস্ত্র এবং ১৩টি ক্রুজ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে তারা।
এদিকে রাতভর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার প্রতিক্রিয়ায় ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা দেশটিকে আরও সামরিক এবং রাজনৈতিক সমর্থন দিতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন। তবে রুশ কর্তৃপক্ষ এখনও কিয়েভের এই দাবির বিষয়ে কোনও প্রতিক্রিয়া জানায়নি। অন্যদিকে যুদ্ধ চলমান থাকায় ইউক্রেনের দাবি স্বাধীনভাবে যাচাই করা কঠিন।
কিউএনবি/আয়শা/৬ অগাস্ট ২০২৩,/বিকাল ৫:৩২